পঞ্চায়েত ভোটের আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগে ফের নেওয়া হবে টেট

কলকাতা: তৃণমূল জমানায় তৃতীয়বার প্রাথমিকে টেট। এবার পঞ্চায়েত ভোটের আগেই নিয়োগের তোড়জোড়। রাজ্য সরকার আগেই জানিয়েছিল, ফের হবে প্রাথমিক টেট। এবার জানাল, পুজোর ছুটির পরই চাওয়া হবে, আবেদনপত্র। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই কি এই তত্পরতা? উঠছে প্রশ্ন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, সোমবার আবেদনের খুঁটিনাটি জানানো হবে।শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, NCTE-র নিয়ম মেনেই চাওয়া হবে আবেদন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, প্রাথমিক টেটে বসতে গেলে উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অবশ্যই ২ বছরের প্রশিক্ষণ থাকতে হবে। সরকারি সূত্রে খবর, ১০ অক্টোবরের মধ্যে আবেদন চাওয়া শুরু হবে। সময় দেওয়া হতে পারে ১৫দিন। সবটাই হবে অনলাইনে। আবেদনকারীর সংখ্যা দেখে ঘোষণা করা হবে পরীক্ষার নির্ঘণ্ট। গতবারের টেটে প্রশিক্ষণহীনরাও বসার সুযোগ পেয়েছিলেন। সেজন্য বিরাট সংখ্যক আবেদন জমা পড়েছিল। যেহেতু এবার শুধু প্রশিক্ষণপ্রাপ্তরাই আবেদনের সুযোগ পাবেন, সেক্ষেত্রে আবেদনের সংখ্যা কম হবে মনে করেই, পঞ্চায়েতের আগে পরীক্ষা পর্ব মেটানো যায় কি না, সরকারি স্তরে চলছে আলোচনা। পর্ষদ সূত্রে খবর, রাজ্যে আগের দুই প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৪ লক্ষ। সম্প্রতি প্রাথমিকে ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হয়েছে। কিন্তু তার পরেও শূন্যপদের সংখ্যা প্রায় ২৫ হাজার। তাই ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৎপরতা।






















