চাকরি শুরুর দিন থেকেই গ্রুপ-সি কর্মীরা পাবেন ডিএ, বাড়িভাড়া ভাতা, ঘোষণা রাজ্যের
কলকাতা: আর ৩ বছর অপেক্ষা নয়। ডিএ ও এইচআরএ মিলবে চাকরির প্রথম দিন থেকেই। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। পুরনো নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের গ্রুপ সি কর্মীরা ডিএ ও বাড়ি ভাড়া ভাতা পেতেন চাকরিতে ঢোকার তিন বছর পর থেকে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে গ্রুপ সি কর্মীরা ডিএ ও এইচআরএ পাবেন প্রথম দিন থেকেই। কিন্তু এই খুশির মধ্যেও আছে অখুশির কাঁটা। পঞ্চায়েত ভোটের আগে গ্রুপ-সি কর্মীদের জন্য যেদিন এল এই সুখবর, সেদিনই সরকারি কর্মীদের আশাহত করে এক বছরের জন্য মেয়াদ বাড়ল ষষ্ঠ পে-কমিশনের। ২০১৫ সালের ২৭ নভেম্বর গঠিত হয় ষষ্ঠ বেতন কমিশন। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, এ বছরের ২৭ নভেম্বর। তার আগেই অবশ্য অর্থ দপ্তরের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল কমিশন। কমিশন সূত্রে খবর, এখনও শুনানি বাকি। প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে। এই প্রেক্ষিতে বুধবার আর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আরও এক বছর মেয়াদ বাড়ানো হল কমিশনের। কমিশনের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ২৭ নভেম্বর পর্যন্ত। ফলে, সুপারিশের রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা দীর্ঘতর হল আরও এক বছর। পাশাপাশি, স্বাস্থ্য প্রকল্পে রাজ্য সরকারি কর্মীদের নাম নথিভুক্তকরণের জন্য ফের নির্দেশিকা দিল অর্থ দফতর। সূত্রের খবর, এই প্রকল্পে নাম নথিভুক্ত করেও অনেকে পরে তা প্রত্যাহার করে নেন। ওই সব কর্মীদের ফের প্রকল্পের আওতায় আনার জন্যই নতুন নির্দেশিকা।