Haldia Petrochemical Fire: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন
ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় আগুন লাগে।
বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন। ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় আগুন লাগে। যেহেতু পরিষ্কারের কাজ চলছিল তাই ন্যাপথার পরিমাণ পাইপলাইনে কম ছিল। তার জেরে আগুনের ভয়াবহতা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়নি। তবে ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ তাই আগুনের লেলিহান শিখা দ্রুত পাইপলাইনে ধরে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নেভানোর চেষ্টায় পেট্রোকেমিক্যালের দমকলবাহিনী।
কয়েকবছর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিধ্বংসী আগুন লেগেছিল। সেবার দুর্ভাগ্যবশত কয়েকজনের মৃত্যু হয়, আহতও হয়েছিলেন বেশ কয়েকজন। তবে আজকের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলেই জানাচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা দিতে আগুন নেভানোর কাজ চলছে আপদকালীন তৎপরতায়।
বিস্তারিত আসছে....