এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, প্লাবিত বাংলা, এরাজ্যে কৃষি ক্ষেত্রে বিশাল ক্ষতির আশঙ্কা
ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি...ফুলে উঠেছে অজয়, ময়ূরাক্ষী, দামোদর। ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। কোথাও বাঁধে ফাটল। কোথাও আবার বাঁধই ভেঙে গিয়েছে। ভেসে গিয়েছে একরের পর একর চাষ জমি। মাথায় হাত কৃষকদের।
বীরভূমের নানুরের তিকুরি গ্রাম। অজয়ের ধারে এই গ্রামে মূলত সব্জি চাষ হয়। বছর ৪৫-এর হরেরাম ঘোষ যেমন তাঁর দেড় বিঘে জমিতে শাকালু, পটল, কপি চাষ করেছিলেন। কিন্তু, তাঁর গোটা চাষের জমিই, বুধবার চলে যায় জলের তলায়। এখন জল নেমেছে। কিন্তু, ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।
বোলপুরের রসুলপুরেও বিঘের পর বিঘে ধানের ম্যাসাঞ্জোর, তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত। অজয়, ময়ূরাক্ষীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি।
মুর্শিদাবাদের বড়ঞা থানার গোদাপাড়া গ্রামে ময়ূরাক্ষী নদীর উপর বাঁধটাই ভেঙে গিয়েছে। জমি থেকে ধান তোলার ঠিক মুখেই ভেসে গিয়েছে কয়েক একর জমি। দ্বারকার জল বাঁধ ছাপিয়ে ঢুকে পড়েছে ধানের জমিতে। বাঁকুড়াতেও একই ছবি দেখা গিয়েছে।
সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যার ক্ষত এখনও পুরোপুরি সারেনি। সেই ক্ষতকেই ফের খুঁচিয়ে ঘা করল শেষ বর্ষার অতিবৃষ্টি। ফুলে উঠেছে দামোদর। ভাঙছে পাড়, জল ঢুকছে চাষের জমিতে।
দ্রুত জল না নামলে ধান পচে যাওয়ায় আশঙ্কায় চাষিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement