এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
টেটে প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
কলকাতা: প্রশিক্ষণহীনদের নিয়োগে কেন্দ্রের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেও রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে বহু শিক্ষকপদ খালি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষকপদে প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য।
রাজ্যে প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টের একটি মামলা দায়ের হয়েছে।মামলাকারীর বক্তব্য, প্রাথমিক শূন্যপদে তুলনায় ৬৯ শতাংশ বেশি প্রশিক্ষিত কর্মপ্রার্থী রয়েছে। তাই প্রশিক্ষণহীনদের নিয়োগ বন্ধ করা হোক।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সিএস কারনান সরকারি আইনজীবীর কাছে জানতে চান, যখন আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত প্রার্থী, তখন কেন্দ্রের কাছে প্রশিক্ষণহীনদের নিয়োগে সমসয়ীমা শিথিলের আবেদন কেন করেছিলেন? তার মানে, আপনাদের উচ্চপদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় সরকারকে বিভ্রান্ত করছেন অথবা মিথ্যা কথা বলেছেন।
জবাবে সরকারি আইনজীবী বলেন, আমার মনে করছি, সমস্ত প্রশিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা টেট পরীক্ষায় নাও পাশ করতে পারেন।
শুক্রবার মামলার পরবর্তী শুনানি।
এদিকে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এজলাসে প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবীরা বলেন, এই একই ধরণের মামলা(প্রাথমিকে প্রশিক্ষণহীনদের নিয়োগ) আপনার এজলাসেও বিচারাধীন রয়েছে। তাই বিচারপতি সিএস কারনানে এই মামলার শুনতে পারেন না।
প্রধান বিচারপতি বলেন, আপনার আমার সচিবালয়ে আবেদন পাঠান। সমস্ত দিক বিবেচনা করে, প্রয়োজনীয় নির্দেশ দেব।
২০১৫ সালের ২৩ মার্চ প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের প্রশিক্ষণহীনদের নিয়োগের জন্য সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রে করেছে আবেদন করে রাজ্য। এবছরের ৩১ মার্চ বর্ধিত সময়সীমাও শেষ হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement