এক্সপ্লোর
Advertisement
প্রকাশিত এবছরের উচ্চমাধ্যমিক ফল, প্রথম কলকাতার স্বাগতম
কলকাতা: মাধ্যমিকে কলকাতাকে টেক্কা দিয়েছিল জেলা। উচ্চ মাধ্যমিকে বাজিমাত করল শহর। প্রথম দশটি স্থানে রয়েছেন ৫৬ জন। যার মধ্যে কলকাতার ৭ ও নরেন্দ্রপুরের ৮ জন।
এবছর উচ্চমাধ্যমিকে প্রথম স্বাগতম হালদার। কলকাতার পঞ্চসায়র শিক্ষা নিকেতনের ছাত্র স্বাগতমের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯।
৪৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনজন -- কোচবিহার জেনকিন্স হাইস্কুলের নভোনীল দেব, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের সঞ্জয় সরকার ও বালুরঘাট হাইস্কুলের স্বর্ণাভ নন্দী।
তৃতীয় তথা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম আরামবাগ গার্লস হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী নীলাঞ্জনা সাহা। প্রাপ্ত নম্বর ৪৯০।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে তিন ও পাঁচজন। ৪৮৯ নম্বর পেয়ে যৌথভাবে চতুর্থ হুগলির ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তেশ লালা, বাঁকুড়া গভর্নমেন্ট হাইস্কুলের দেবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের শমীক মজুমদার।
যে পাঁচজন পঞ্চম স্থানে রয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮। তাঁরা হলেন, বর্ধমানের ভাতার এমপি হাইস্কুলের ঋত্বিক পাল, হুগলির উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের নির্মাল্য ব্রহ্ম, কলকাতার সেন্ট লরেন্স হাইস্কুলের সৌম্যদীপ দাস ও অমর্ত্য চৌধুরী এবং স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের ঋদ্ধ ঘোষ।
কলকাতার উল্লেখযোগ্য ফল করেছে সাউথ পয়েন্ট, সেন্ট লরেন্স, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলের। প্রতিটি স্কুলেরই ২ জন করে পরীক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়েছে। উচ্চমাধ্যমিকে প্রথম দশে জায়গা পেয়েছে ৫৬ জন। যাদের মধ্যে কলকাতার ৯ পরীক্ষার্থী। এবারও মাত করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রথম দশের ৫৬ জনের মধ্যে আটজনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।
আইএসসি-তে রাজ্যের যুগ্ম প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ছিল ৯৯.২৫ শতাংশ। উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী স্বাগতমের নম্বর ৯৯ শতাংশ। সার্বিক পাশের হারে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও শীর্ষে পূর্ব মেদিনীপুর। কলকাতার স্থান তৃতীয়।
এই প্রথম যে কোনও পাঁচটি বিষয়ের সেরা নম্বর যোগ হয়েছে মার্কশিটে। সংসদ জানিয়েছে, ৩০ দিনের মধ্যে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে।
এবছর পাসের হার ৮৩.৬৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৭৯ হাজার ৪৫৩। সফল হয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৯৩০ জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেড়েছে। কমেছে ড্রপ আউটের সংখ্যা।
এবছর ৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবছর প্রথম ডিভিশনে পাস করেছে ২ লক্ষ ৪২ হাজার ৭৪০ পরীক্ষার্থী।২০১৭ সালের উচ্চমাধ্যমিক শুরু ১৫ মার্চ, শেষ হবে ২৯ মার্চ।
ধরা দিয়েছে সাফল্য। এবার এগিয়ে চলা স্বপ্ন পূরণের পথে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৫ মার্চ শুরু হবে। শেষ হবে ২৯ মার্চ।
প্রথম সাত জন স্থানে কারা রয়েছে দেখব একনজরে-
- স্বাগতম হালদার, পঞ্চসায়র শিক্ষা নিকেতন, ৪৯৫, ৯৯ শতাংশ প্রথম স্থান
- দ্বিতীয় স্থানে রয়েছেন নভোনীল দেব, প্রাপ্ত নম্বর ৪৯২, কোচবিহার, জেনকিন্স স্কুল
- নভনীলের সঙ্গে দ্বিতীয় হয়েছেন আরও দুজন
- স্বর্ণাভ নন্দী, প্রাপ্ত নম্বর ৪৯২, বালুরঘাট হাইলস্কুলের ছাত্র স্বর্ণাভ
- সঞ্জয় সরকার দ্বিতীয় হয়েছেন, প্রাপ্ত নম্বর ৪৯২, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ছাত্র সঞ্জয়
- তৃতীয় হয়েছেন নীলাঞ্জনা সাহা, প্রাপ্ত নম্বর ৪৯০, আরামবাগ বালিকা বিদ্যালয়ের ছাত্রী নীলাঞ্জনা
- চতুর্থ হয়েছেন
- পঞ্চম হয়েছেন
- ষষ্ঠ হয়েছেন
- সপ্তম হয়েছেন
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement