রিষড়ায় পুলিশের হাতে বমাল ধৃত ৯ জনের ডাকাতদল, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
হুগলি: উদ্দেশ্য ছিল এটিএম থেকে টাকা লুঠ করে চম্পট দেওয়ার!!! কিন্তু গাড়িতে গাদাগাদি করে বসতে যাওয়াই কাল হল। পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ল ৯ সশস্ত্র ডাকাত। উদ্ধার হল অস্ত্র, ডাকাতির সরঞ্জাম!!! হুগলির রিষড়ায় দিল্লি রোড লাগোয়া এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে যায় ডাকাত দলটি। পুলিশ জানিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ, গাড়ি থামিয়ে তল্লাশি চলছিল। সেইসময় একটি গাড়িতে গাদাগাদি করে ৯ জন বসে আছে দেখে সন্দেহ হয় পুলিশের। সবাইকে নামিয়ে তল্লাশির সময় বেড়িয়ে আসে একের পর এক অস্ত্র। গাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, চারটে চপার, গ্যাস কাটার, ধাতু গলাবার অ্যাসিড, ক্লোরোফর্ম, মুখ ঢাকার কাপড়। এছাড়াও পাওয়া গেছে ২টি খেলনা পিস্তলও। জানা গেছে, ধৃতরা হাওড়ার দাসনগর এবং হুগলির শ্রীরামপুর ও ভদ্রেশ্বরের বাসিন্দা। পুলিশের দাবি, ২০১৬ সালে বৈদ্যবাটির নওগাঁও মোড়ে ইউবিআইয়ের একটি এটিএম থেকে ৩০ লক্ষ টাকা লুঠ হয়। সেই ঘটনায়ও এই ডাকাতদলটিই জড়িত ছিল। শনিবারও ফের এটিএম লুঠের উদ্দেশেই জড়ো হয়েছিল ডাকাত দলটি। এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়।