এক্সপ্লোর
ঘুষ না দেওয়ায় নন্দীগ্রামে ক্লাবে গৃহবধূকে ধর্ষণ, সালিশি সভা ডেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা

নন্দীগ্রাম: ঘুষ দিতে না পারায় নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ এবং সালিশি সভা বসিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পলাতক অভিযুক্ত। নির্যাতিতা গৃহবধূ নন্দীগ্রামের সুবধি গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, সম্প্রতি সরকারি আবাস যোজনায় তিনি একটি ঘর তৈরি করেন। নির্যাতিতার দাবি, ঘর তৈরির পরই অসিত হাজরা নামে এক ব্যক্তি তাঁর কাছে ১০ হাজার টাকা ঘুষ চান। টাকা দিতে না পারায় তিনি ওই গৃহবধূকে একটি ক্লাবে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার স্বামীর দাবি, গ্রামে সালিশি সভা বসিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত এখনও পলাতক। তবে স্থানীয় আমদবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পবন গায়েন অবশ্য দাবি করেছেন, এই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















