এক্সপ্লোর
দশমীতে বিভেদ মুছল ইছামতী

টাকি: এপারে টাকি। ওপারে বাংলাদেশ। উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি দুই বাংলা। প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের। নৌকায় চড়ে বিসর্জন দেখলেন অনেকে। কে বলল, বিভেদ মোছার নয়? কে বলল, রাজনৈতিক, ভৌগলিক গণ্ডী কেটে দু’ভাগ করে দেয় হৃদপিণ্ডকে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিল ইছামতী। নদীর জল কাছে এনে দিল দুই বাংলাকে। এপারে টাকি, ওপারে সাতক্ষীরা। এপারে ভারত, ওপারে বাংলাদেশ। মাঝখানে বয়ে গিয়েছে ইছামতী। সেই ইছামতীর জলেই এদিন বিসর্জন হল বহু প্রতিমার। উত্তর ২৪ পরগণার হাসনাবাদের টাকির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে চলেছে ইছামতী৷ প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুজোর বিসর্জন হয়ে আসছে এখানে। এদিন টাকি ও বসিরহাটের ইছামতীতে নিরঞ্জন ছিল এপার বাংলার প্রতিমার। দর্শক ছিল ওপারের মানুষ। বিসর্জনেরই লগ্নেই মিলেমিশে একাকার সীমান্ত-পারের আবেগ৷ কড়া নজরদারি ছিল বিএসএফ, বিডিআর-এর। সীমানার বাইরে না যাওয়ার নজরদারি। কিন্তু জলের অতল তরঙ্গে যখন মায়ের বিসর্জন, তখন সেই জলেই ধুয়ে-মুছে যাচ্ছিল দু’দেশের বিভেদরেখা৷ মিলে-মিশে যাচ্ছিল দুই বাংলার মন৷ মনের মিলনে নজরদারি চালাবে কে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















