এক্সপ্লোর
সীমান্তে পাক গোলাবর্ষণে মৃত্যু ঘরের ছেলের, দীপাবলির আগেই আঁধার তেহট্টে
সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। মৃত্যু হয়েছে ৫ ভারতীয় সেনা, ৬ নাগরিকের। মৃতদের মধ্যে তেহট্টের জওয়ান। পাল্টা গোলায় গুঁড়িয়ে গেল পাক বাঙ্কার। নিহত ৭ পাক সেনা।
![সীমান্তে পাক গোলাবর্ষণে মৃত্যু ঘরের ছেলের, দীপাবলির আগেই আঁধার তেহট্টে India Pakistan border Clash 1 jawan from West Bengal Nadia District dead in Pak ceasefire violation at jammu and kashmir সীমান্তে পাক গোলাবর্ষণে মৃত্যু ঘরের ছেলের, দীপাবলির আগেই আঁধার তেহট্টে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/14135952/web-nad-army-martyr-still-141120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দীপাবলির আগে দেশে যখন উৎসবের আবহ, তখনই ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালাল পাকিস্তান। তাদের ছোড়া গুলি-গোলায় মৃত্যু হয়েছে ৫ ভারতীয় সেনা, ৬ নাগরিকের। কড়া জবাব দিয়েছে ভারতও।পাকিস্তানের একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
শুক্রবার সকাল থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, নিয়ন্ত্রণরেখা বরাবর চার সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। তাংধার, উরি, গুরেজ এবং কেরন সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে চারজন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারান। পাকিস্তানের ছোড়া গোলায় মৃত্যু হয় ৫ ভারতীয় সেনা, ৬ নাগরিকের। এর মধ্যে আছেন নদিয়ার তেহট্টের এক জওয়ান ।
নিহত বাংলার জওয়ানের নাম সুবোধ ঘোষ। শুক্রবার বিকেল চারটে নাগাদ সুবোধের বাড়িতে গ্রামের ছেলের মৃত্যু সংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তেহট্টের রঘুনাথপুরে। চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। স্ত্রীকে বলেছিলেন, সামনের মাসেই ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু, তা আর হল না। সীমান্তে বিনা প্ররোচনায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিবৃষ্টিতে নিহত হন তেহট্টের বছর চব্বিশের সেনা জওয়ান সুবোধ ঘোষ।
পাক সেনার মর্টার সেলিংয়ের আড়ালে কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, এদিন ভারতের জবাবি হামলায় পাক সেনার বাঙ্কারের পাশাপাশি জ্বালানি ভান্ডার এবং লঞ্চপ্যাডেরও ক্ষতি হয়েছে।
সেনার বীরত্বকে কুর্নিশ করে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, আসুন এই দীপাবলীতে আমরা আমাদের জওয়ানদের স্যলুট করে, তাঁদের জন্যও প্রদীপ জ্বালাই। তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে, শুধু শব্দই যথেষ্ট নয়। যাঁরা সীমান্তে রয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও আমরা কৃতজ্ঞ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)