Jakir Hossain Health: "রিমোটের সাহায্যে বিস্ফোরণ", জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযোগ মুখ্যমন্ত্রীর
'পুলিশমন্ত্রী হিসেবে দায় নিতে হবে মমতাকেই...', পাল্টা দাবি বিজেপির
কলকাতা: পরিকল্পিত হামলা, স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসএসকেএমে আহত মন্ত্রীকে দেখতে গিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
জাকির হোসেনকে দেখতে এদিন এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। খোঁজ নিলেন আহত মন্ত্রীর শারীরিক অবস্থার।
এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এটা ভয়াবহ ঘটনা। পরিকল্পিত হামলা বলেই ধারণা।
রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ওখানে রেল পুলিশ ছিল না। রেল তার দায় এড়াতে পারে না। রেল কোনও যোগাযোগ করেনি বলেও অভিযোগ করেন তিনি।
যদিও, মুখ্যমন্ত্রীর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিজেপি। "অন্যের ওপর দোষ চাপিয়ে হবে না, রেল কি রাজ্য চালায়? রাজ্যে জঙ্গলরাজ চলছে। পুলিশমন্ত্রী হিসেবে দায় নিতে হবে মমতাকেই," পাল্টা আক্রমণ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।
শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের তরফেও একই অভিযোগ করা হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, স্টেশনে কেন ছিল না আরপিএফ? কেন স্টেশন চত্বর অন্ধকার ছিল?
হাসপাতালে মন্ত্রী জাকির হোসেনকে দেখতে গিয়ে তাঁর আরও অভিযোগ, 'হামলার নেপথ্যে পরিকল্পিত চক্রান্ত রয়েছে।
হামলার ঘটনায় আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় বিরোধীরা কাউকে সুরক্ষিত থাকতে দিচ্ছে না।
পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে, যে দলের নেতা গরুপাচারে অভিযুক্ত বিনয় মিশ্র, সেখানে জাকির হোসেনের এই অবস্থাই তো হবে।