Lataguri: জঙ্গলঘেরা জাতীয় সড়কে রাতের ঘুটঘুটে অন্ধকারে সাদা শাড়ি পরা মহিলা! আতঙ্কে শোরগোল লাটাগুড়িতে
পর্যটকদের অভিযোগ, 'ভূত' দেখার মতো পরিস্থিতি হয়েছিল তাদের।
রাজা চট্টোপাধ্যায়, লাটাগুড়ি (জলপাইগুড়ি) : রাতের ঘুটঘুটে অন্ধকার। লাটাগুড়ির জঙ্গলের মাঝ দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছে পর্যটকদের গাড়ি, তার মাঝেই হঠাৎ গাড়ির সামনে চলে এলেন এক মহিলা। পরণে সাদা থানের শাড়ি। আর যা দেখেই আতঙ্কের জেরে একেবারে হুলুস্থুলু কাণ্ড। লাটাগুড়ির মহাকালধামের কাছে অতর্কিতে এই ঘটনায় 'ভূত' দেখার ভয়ে আঁতকে ওঠেন বলেই অভিযোগ পর্যটকরা। পর্যটকদের অভিযোগ এই মহিলার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন। তাঁরা জঙ্গলের ভিতরে পালিয়ে যান। পুলিশের দাবি, মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্ধকার জঙ্গলঘেরা পথে এভাবে হঠাৎ ঘুটঘুটে অন্ধকারে এক সাদা শাড়ি পড়া মহিলার গাড়ি সামনে এসে পড়া নিয়ে তখন বেশ আতঙ্কিতই হয়ে পড়েন পর্যটকরা। ওই পর্যটকদের দলে থাকা তানিয়া হক বলেছেন, 'ভূতের ভয় দেখানোর মত করে, গাড়ির সামনে চলে আসে ওই মহিলা। ভয়ে ওনারা গাড়ি থামাতেই গাড়ির বনেটের উপর ভদ্রমহিলা লাফ দেন। আওয়াজ করে ওদের ভয় দেখানোর চেষ্টা করেন।' তাঁর সংযোজন, 'গাড়িতে থাকা মহিলা গিয়ে ওনাকে ধরেন, পিছন দিকে দেখেন চার জন ভদ্রলোককে জঙ্গলের দিকে পালিয়ে যেতে দেখেন।'
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটলি থানার পুলিশ। ততক্ষণে হুলুস্থুলু কাণ্ড ও চিৎকার-চেঁচামেচির জেরে বেশ ভিড় জমে গিয়েছে জাতীয় সড়কের ওপরে। পর্যটকদের অবশ্য সঙ্গে সঙ্গে থাকা কয়েকজনকে পালিয়ে যাওয়ার অভিযোগে উঠে আসছে অন্য একটি আশঙ্কা। ডুয়ার্সের জঙ্গলে ভূত রয়েছে বলে লোকমুখে ভুয়ো জল্পনা আগেও তৈরি হয়েছিল, যদিও তার কোনও সত্যতা কোনওদিনই পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, তবে কি শুনশান ঘুটঘুটে অন্ধকারে ঢাকা জাতীয় সড়কে এভাবে পরিকল্পিতভাবে সাদা শাড়ি পরে ভূতের ভয় দেখানোর নামে চলছিল কোনও রকমের ছিনতাইয়ের ছক! সে আশঙ্কা এখনও উড়িয়ে না দিলেও মেটলি থানা সূত্রে দাবি, মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও লিখিত কোনও অভিযোগ হয়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।