এক্সপ্লোর
Advertisement
কালনা নৌকাডুবি: মেলায় গিয়েছিলেন সপরিবার, গঙ্গায় তলিয়ে গেল স্বামী ও ২ সন্তান
কালনা ও শান্তিপুর: সপরিবারে মেলা দেখতে গিয়েছিলেন। কিন্তু ফিরলেন একা। সব হারিয়ে এখন মাথা কুটছেন শান্তিপুরের গড়ের গোপপাড়ার বাসিন্দা অনিতা বিশ্বাস। মেলা দেখতে যাওয়ার মাসুল যে এত ভয়াবহ হতে পারে, তার কল্পনাও হয়ত করতে পারেননি তিনি।
৪ বছরের ছেলে আর ৭ বছরের মেয়ে বায়না ধরেছিল মেলা দেখতে যাবে। সন্তানদের ইচ্ছেপূরণের জন্য মায়ের মন কেঁদে উঠেছিল। স্বামীকে বলেছিলেন, এখুনি দোকান বন্ধ করে চলে এসো। সবাই মিলে কালনায় মেলা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে ঘটে যায় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়।
অনিতাদেবী বলেন, ঝড় বৃষ্টি হচ্ছিল। ফেরিঘাটের চালাঘরে আশ্রয় নিই আমরা। অনেক ক্ষণ পর একটি ফেরি এল। আমরা উঠলাম। প্রচুর লোক উঠতে শুরু করে। কয়েকজন শেষে লাফিয়ে উঠতেই নৌকাটা টলমল করে উল্টে গেল।
৭ বছরের বৃষ্টি ছিল বাবার কোলে। অনিতার কোলে ছিল ৪ বছরের অভীক। দু’জনেই চেষ্টা করেছিলেন সন্তানদের বাঁচাতে। কিন্তু জলের তোড়ের কাছে শেষমেষ হার মানে নাড়ির টান..গঙ্গাবক্ষেই শেষ হয়ে যায় অনিতাদের সন্তানদের বাঁচানোর লড়াই....ভেসে যায় স্বামীও! সর্বহারা এই গৃহবধূ বলেন, জলে পড়ে ক্রমশ তলিয়ে যেতে থাকলাম। জলে ভাসতে ভাসতে ছেলেটা কোল থেকে কোথায় যেন চলে গেল।
স্বামী, দুই সন্তান কারও খোঁজ মেলেনি। একটি নৌকা থেকে সাহায্যের হাত বাড়ানোয় বাড়ি ফিরতে পেরেছেন শুধুই অনিতা। বলেন, ঘাটে পুলিশ ছিল, প্রচুর মানুষ ছিল। একটা নৌকা পাওয়া গেলে, ছেলে-মেয়ে স্বামীকে বাঁচানো যেত।
অনিতার মতোই ৫ বছরের মেয়ের হাত ধরে এসেছিলেন মেলায়। কিন্তু, মেয়েকে সঙ্গে নিয়ে আর বাড়ি ফিরতে পারেননি কালনার ধাত্রীগ্রামের বাসিন্দা সাবিত্রী বর্মন। শনিবার রাতের নৌকাডুবির পর থেকেই নিখোঁজ তাঁর ৫ বছরের মেয়ে লক্ষ্মী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement