Kisan Samman Nidhi Scheme: ‘রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা’, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তোমর
নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্যের প্রায় ২১ লক্ষ কৃষক কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন...
নয়াদিল্লি ও কলকাতা: কিষাণ নিধি সম্মান নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নরেন্দ্র সিংহ তোমর। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগের অনুরোধ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আবেদনকারীদের তালিকা খতিয়ে দেখতে রাজ্যকে অনুরোধ করেন তোমর। ‘রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা’, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন নরেন্দ্র সিংহ তোমর।
প্রসঙ্গত, সোমবারই ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সুবিধা নিতে সায় দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্যের প্রায় ২১ লক্ষ কৃষক কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন।
তার ভিত্তিতেই রাজ্য সরকারকে আবেদনকারীদের নামের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে মোদি সরকার। তাতে কোনও আপত্তি নেই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ভেরিফিকেশনের জন্য আমরা লিস্ট চেয়েছি। ভেরিফিকেশন করে দেব। কৃষকরা পেলে পাক না।
মোদি সরকারের ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে কৃষকদের তিনটি কিস্তিতে দু’হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। যাঁদের সর্বাধিক ২ একর চাষের জমি আছে, তাঁরাই এই টাকা পান। এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
সম্প্রতি কেন্দ্রকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকার বলে, ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে পাঠানো হোক। তারপর সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
কিন্তু, রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। উল্টে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না করে, তৃণমূল সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।
গত ২৫ ডিসেম্বর রাজ্যকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পশ্চিমবঙ্গের সরকারকে দেখুন। নিজের রাজ্যের কৃষকরা সুবিধা পাচ্ছেন না। অন্য রাজ্যে গিয়ে বিরোধীদের সঙ্গে গুপছুপ করছে। তার আগে রাজ্য সফরে এসেও কিষাণ নিধি নিয়ে মমতাকে বিঁধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, বাংলার কৃষকরা বঞ্চিত।
সোমবার কেন্দ্রীয় প্রকল্পে সায় দিয়ে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তাহলে কি বিশ্বাস করেন না, আমাদের লিস্ট পাঠান, ভেরিফিকেশন করে দেব।
রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে টিপ্পনি করতেও ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শুভবুদ্ধি উদয় হয়েছে, ভাল লাগছে।
এদিকে বাংলায় কৃষকদের জন্য কৃষকবন্ধু প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক বা খেতমজুরের যে কোনও কারণে মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার।
পাশাপাশি প্রতি একর জমিতে বছরে দু’বার, রবি ও খরিফ চাষের মরসুমে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা চাষের খরচ দেওয়া হয়।
এবার কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত মিটলে কি এবার দুই প্রকল্পেরই সুবিধা মিলবে? অপেক্ষায় বাংলার কৃষকরা।