লেকটাউনে চেম্বারে ঢুকে আইনজীবীকে বেধড়ক মারধর, গ্রেফতার মদ্যপ যুবক
ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা: লেকটাউনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল মত্ত এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে তদন্তকারীদের হেনস্থা ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলে অভিযোগ করেছে পুলিশ। ধৃত ওই যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
চেম্বারে ঢুকে আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে শনিবার। অন্যদিকে পুলিশকেও হেনস্থার পাশাপাশি থানায় ভাঙচুরের অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে। সৌরভ বন্দ্যোপাধ্যায় নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঘড়ির কাঁটায় তখন, রাত ১১টা ২০। বিধাননগর মহকুমা আদালতের আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, অন্যান্য দিনের মতো এদিন রাতেও তখন লেকটাউনে নিজের চেম্বারে ছিলেন।
অভিযোগ, হঠাৎই তাঁর চেম্বারে ঢুকে পড়েন ওই মত্ত যুবক। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। প্রতিবাদ করলে মারধর শুরু করেন অভিযুক্ত। চেম্বার থেকে তাঁকে বের করে দিলে, পাশের একটি বাড়িতে ভাঙচুর চালান।
এরপরই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী। পুলিশের দাবি, ভাঙচুর করার সময় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেলে থানাপ সিসি ক্যামেরা ভাঙচুর করেন। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
আইনজীবীর সহযোগী জানিয়েছেন, রাত ১১টা ২০ নাগাদ মদ্যপ অবস্থায় আসে ও যুবক। গালিগালাজ ও মারধর করা হয় আইনজীবীকে। লেকটাউন থানাতেও সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সৌরভ বন্দ্যোপাধ্যায়, দমদমের বাসিন্দা। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে মদ্যপান করেন তিনি। সেই বন্ধুরও খোঁজ চলছে। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবীর দাবি, তিনি ওই যুবককে চেনেন না। কী কারণে তিনি আইনজীবীর চেম্বারে হামলা চালালেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।