West Bengal News Live: রাজ্যে কিছুটা বাড়ল সুস্থতার হার, মৃত্যু ১১ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৫ শতাংশ।
LIVE
Background
কলকাতা: সিবিআই-সিটকে তদন্তের নির্দেশ দেওয়ার পর আজ প্রথমবার বসছে বৃহত্তর বেঞ্চ। বিজেপি কর্মীকে খুনের তদন্তে প্রেসিডেন্সি জেলে গিয়ে ৫জনকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। সোনারপুরে গিয়েও তদন্ত।
তদন্ত শুরুর ১ সপ্তাহ পরেই ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় প্রথম চার্জশিট সিবিআইয়ের। রামপুরহাটে বিজেপি কর্মী হত্যাকাণ্ডে জেলবন্দি ২জনের বিরুদ্ধে চার্জশিট। নদিয়ায় ২ অভিযুক্তের আত্মসমর্পণ।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার সিবিআইয়ের নজরে রাজ্য পুলিশ। সিজিও কমপ্লেক্সে ডেকে সোনারপুরের আইও-র বয়ান রেকর্ড। নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর বাড়িতে বসল পুলিশি প্রহরা।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিট-কে সহযোগিতায় আরও ১০ আইপিএস। ৫ জোনে থাকবেন ২ জন করে অফিসার। বিজ্ঞপ্তি নবান্নের। দত্তপুকুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে সিবিআই।
কয়লাপাচারকাণ্ডে এবার ইডির নজরে মলয় ঘটক। আইনমন্ত্রীকে ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব। প্রতিহিংসায় বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট, অভিযোগ তৃণমূলের। খারিজ করে তদন্তে আস্থা বিজেপির।
ভুয়ো অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিদের কেন আদালতে হাজির করানো হয়নি? জবাব দিতে ডিজিপিকে তলব হাইকোর্টের? ২১ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। নির্দেশ প্রত্যাহারে রাজ্যের আবেদন খারিজ।
গেট আটকে পড়ুয়াদের লাগাতার ধর্না। অসুস্থ উপাচার্যকে দেখতে ভিতরে ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স। ফিরতে হল চিকিৎসককেও। রাতে সরকারি চিকিৎসক নিয়ে গেলেন এসডিপিও। ফিরতে হল পরিবারের আপত্তিতে।
কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাং। ধৃত ১৬জনের অধিকাংশই ঝাড়খণ্ডের। উদ্ধার জাল এটিএম কার্ড, ফোন, ল্যাপটপ। বিমানবন্দরের কাছে সাইবার অপরাধের সরঞ্জাম-সহ ৩ বাংলাদেশি পাকড়াও।
করোনা কালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের ভার্চুয়াল সম্বর্ধনা। ৬০ শতাংশ পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পড়ুয়াদের জন্য চালু হচ্ছে কেরিয়ার গাইডেন্স পোর্টাল।
পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদ। পড়ুয়া আন্দোলনে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। আজ মামলার শুনানি।
হঠাৎই অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য। দুই চিকিৎসক উপাচার্যের বাড়িতে এলেও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে আটকে যায় অ্যাম্বুল্যান্স। রাতে সরকারি চিকিৎসক নিয়ে গেলেন এসডিপিও। ফিরতে হল পরিবারের আপত্তিতে।
WB News Live Updates: বাংলায় আসতেই পারে ডেল্টা স্ট্রেন, দাবি ফিরহাদ হাকিমের
অন্য রাজ্য থেকে বাংলায় আসতেই পারে ডেল্টা স্ট্রেন। তবে ভয়ের কোনও কারণ নেই। দাবি ফিরহাদ হাকিমের।
WB News Live Updates: তৃণমূলের নতুন ব্লক সভাপতিকে কাজে বাধা দেওয়ার অভিযোগ
কালচিনিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা কার্যালয়ে কালচিনি ব্লক তৃণমূল কর্মীদের বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভ দেখানোর পর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষুব্ধরা। সেই বৈঠকে অবশ্য কোনও সমাধান সূত্র মেলেনি। যদিও, অসন্তোষের কথা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল আসলে সার্কাসের দল। কটাক্ষ বিজেপির।
WB News Live Updates: বনগাঁয় এবার তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ তীব্র হল সোশাল মিডিয়ায়
তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ তীব্র হল সোশাল মিডিয়ায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল। পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে শাসক দল।
WB News Live Updates: কম সময়ে অস্ত্রোপচার করার কর্মশালার আয়োজন কলকাতায়
ঘরে বসে কাজ, বাইরে যাতায়াত বন্ধ। বাড়ছে ওজন, এর ফলে ক্রমশ ক্ষয় হচ্ছে শিরদাঁড়ার। বাড়ছে রোগীর সংখ্যা। কম সময়ে কীভাবে অস্ত্রোপচার করা যায়, তা নিয়ে কর্মশালার আয়োজন হল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায়। কীভাবে ছোট ছিদ্র করে, দ্রুত অপারেশন সম্পন্ন হয়, তা শেখাতে শুক্রবার কর্মশালার আয়োজন হয় মল্লিকবাজারের ইন্সিটিটিউট অফ নিউরো সায়েন্সেসে।
WB News Live Updates: জটিল ডায়াবেটিসে আক্রান্ত ১৫ বছরের কিশোরী
জটিল ডায়াবেটিসে আক্রান্ত ১৫ বছরের কিশোরী। ভর্তি পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। কর্তৃপক্ষের দাবি, পরিবারের তরফে জানানো হয়েছে, তারা চিকিত্সার খরচ চালাতে পারছেন না। আপাতত কিশোরীর চিকিত্সার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষই।