এক্সপ্লোর
ত্রিকোণ প্রেমের জেরে চলল গুলি, বর্ধমানের লাউদোহার ঘটনায় চাঞ্চল্য

প্রতীকী ছবি
পশ্চিম বর্ধমান: ত্রিকোণ প্রেমের জেরে চলল গুলি। পশ্চিম বর্ধমানের লাউদোহার মাধাইপুরের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক তরুণীর সঙ্গে এলাকারই যুবক রামেশ্বর মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পাণ্ডবেশ্বরের বাসিন্দা পবন সিংহ নামে আরও এক যুবকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ লাউদোহায় আসে পবন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেইসময় তরুণীর বাড়ির সামনে রামেশ্বর মণ্ডলকে দেখতে পেয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পবন। তবে গুলি না লাগায় অল্পের জন্য রক্ষা পান ওই যুবক। তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত যুবক ও তরুণীকে আটক করে। আহত রামেশ্বর মণ্ডলকে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার






















