এক্সপ্লোর
মাধ্যমিক পরীক্ষার্থীকে ‘ধর্ষণ করে খুন’, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের

উত্তর ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। অভিযুক্ত যুবককে পিটিয়ে খুন। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র্যাফ। পরিবারের দাবি, সকালে বাসন-কোসন ধুতে পুকুরঘাটে গিয়েছিল ওই কিশোরী। অনেকক্ষণ না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বেশ কিছুক্ষণ পর পুকুর পাড়ের বাগানে পাওয়া যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। কিন্তু কে ঘটাল এমন ঘটনা? পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ হয়, স্থানীয় যুবক নয়ন সরদারকে। কারণ, কিশোরী যখন পুকুরে যায়, তখন সেই পুকুরেই স্নান করছিল নয়ন। এরপরই নয়নকে ধরে ফেলেন প্রতিবেশীরা। শুরু হয় গণপ্রহার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশের অনুমান, ধর্ষণ করার পর শ্বাস রোধ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এলাকায় টহল দিচ্ছে র্যাফ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















