পাঁশকুড়া স্টেশনের কাছে মেদিনীপুর লোকালকে ধাক্কা বালিচক লোকালের, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
পূর্ব মেদিনীপুর: একই লাইনে ২টি লোকাল ট্রেন চলে আসায় বিপত্তি। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে অন্য ট্রেনের ধাক্কা। বড় সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টে। পাঁশকুড়া ও হাউর স্টেশনের মাঝে সিগন্যালে দাঁড়িয়ে পড়ে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ওই সময় একই লাইনে চলে আসা হাওড়া-বালিচক লোকাল পিছন থেকে মেদিনীপুর লোকালকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মেদিনীপুর লোকালের ২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়। আহত হন অন্তত ৩৫ জন যাত্রী। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও আপ এবং মেইন লাইনে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে, তদন্তের নির্দেশ দিয়েছে রেল। প্রাথমিক অনুমান, বালিচক লোকালের চালক সিগন্যাল ভাঙায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। চলতি বছরের মার্চ মাসে কার্যত একই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার বিধাননগর স্টেশনে। বিধাননগরের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল শিয়ালদাগামী ডাউন নৈহাটি লোকাল। উল্টো দিক থেকে একই লাইনে চলে আসে আপ হাসনাবাদ লোকাল। যদিও চালকদের তৎপরতায় দুর্ঘটনা ঘটেনি।