এক্সপ্লোর
Advertisement
মালদায় সরস্বতী পুজোয় 'অন্যরকম' হাতেখড়ি
মালদা: জীবনের খাতায় অভিজ্ঞতার শেষ নেই..কিন্তু খাতার পাতায় সেটা ফুটিয়ে তুলতে পারেন না ওঁরা...কারণ বেঁচে থাকার লড়াই চালাতে গিয়ে আর অক্ষর চেনার সুযোগ হয়নি ওঁদের। সেই সুযোগ করে দিতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।কারও বয়স সত্তর। কারও পঁচাত্তর। কেউ সবজি বিক্রি করেন। কেউ বাড়িতে পরিচারিকার কাজ করেন। প্রায় সবার নাতি-নাতনিই স্কুলে আসেন। কিন্তু ওঁদের কখনও স্কুলের চৌকাঠ পেরনো হয়নি। কিন্তু এবারের সরস্বতী পুজো ওদের কাছে অন্যরকম। ওঁরা স্কুলে এলেন, চক-পেন্সিল ধরলেন..অক্ষরের সঙ্গে পরিচয় করালেন জেলাশাসক.....হাতেখড়ি দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি।
সরস্বতী পুজোয় মালদা শহরের ২ নম্বর কলোনির রামকিঙ্কর প্রাথমিক বিদ্যালয়ে, চালু হল বয়স্ক শিক্ষা কেন্দ্র। আগামী দিনে এই ধরনের কেন্দ্র আরও চালু করা হবে।
অক্ষর জ্ঞানহীন মানুষগুলোয় শিক্ষার আলোয় আনতে, এগিয়ে এসেছেন জেলার বহু প্রাথমিক স্কুলের শিক্ষক। ঠিক হয়েছে প্রতি রবিবার বয়স্ক শিক্ষা কেন্দ্রে ক্লাস হবে। যেখানে স্বেচ্ছাশ্রম দেবেন শিক্ষকরা। সঙ্গে তাঁরা কাঁধে তুলে নিয়েছেন প্রকল্পের যাবতীয় খরচ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement