এক্সপ্লোর
মালদায় বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তি, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মালদা: বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তির জের। স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে। অভিযুক্ত স্বামী এখনও পলাতক। রহিমা বিবি নামে এই বধূ এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মাত্র তিন মাস আগে রহিমার বিয়ে হয় রাজেশ আলির সঙ্গে। রহিমার দাবি, বিয়ের পরই তিনি জানতে পারেন, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই তিনি এতে তীব্র আপত্তি তোলেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র মনোমালিন্য। কয়েকদিন আগে রহিমা বাপের বাড়ি চলে যান। তাঁর দাবি, মঙ্গলবার স্বামী রাজেশ তাঁকে সেখান থেকে আনতে যান। কিন্তু, ফেরার পথে শ্বশুরবাড়িতে না গিয়ে রাজেশ তাঁকে নিয়ে যান একটি আমবাগানে। তারপর ধারাল অস্ত্র বার করে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে রাজেশ সেখান থেকে পালান। রাজেশের বিরুদ্ধে চাঁচোল থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। তবে তিনি এখনও পলাতক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















