মোদীবাবু, টাকা তোলার ক্ষেত্রে কেন এখনও ঊর্ধ্বসীমা? প্রধানমন্ত্রীর ভাষণের প্রাক্কালে ট্যুইটারে তোপ মমতার
কলকাতা: নোট বাতিলের ৫০ দিনের সময়সীমা শেষ। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে নোট ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল নিয়ে মোদীর বিরুদ্ধে কার্যত সর্বাত্মক যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি। ৫০ দিন পেরিয়ে গেলেও কেন এখনও টাকা তোলার ওপর ঊর্ধ্বসীমা বহাল রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন মমতা। এভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না বলে ট্যুইটারে মন্তব্য করেছেন তিনি।
Modi Babu, public are not beggars of your Government. Why are there still restrictions on cash withdrawal ? 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
এ ব্যাপারে সর্বভারতীয় স্তরে বিরোধী শিবিরকে পাশে পেতে চাইছেন তিনি। সেই সংঘাতের লাইন বহাল রেখেই শনিবার তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রীকে মোদীবাবু বলে উল্লেখ করেছেন। বলেছেন, মোদীবাবু, মানুষ আপনার সরকারের ভিখারি নন। টাকা তোলার ক্ষেত্রে এখনও কেন ঊর্ধ্বসীমা? ৫০ দিনের সময়সীমা শেষ। মানুষের উপার্জিত কঠোর পরিশ্রমের টাকা তোলার অধিকার কীভাবে কেড়ে নিতে পারেন? সরকার ক্ষমতায় আসতে পারে, কিন্তু তাই বলে মানুষের আর্থিক স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না।
50 days are now over. How can you take away the rights of citizens to withdraw their own hard-earned money ? 2/3 — Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
ঘটনা হল, গতকাল রাতেই ঘোষণা হয়েছে, ১ জানুয়ারি থেকেই এটিএম থেকে টাকা তোলার সীমা দৈনিক ২৫০০ থেকে বেড়ে ৪৫০০ টাকা হচ্ছে। তবে সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চেকে ও এটিএম মিলিয়ে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২৪ হাজার টাকাই থাকছে।
Governments may come into power but they just cannot snatch people’s economic rights 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016