(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee BIG Announcement: 'জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ, সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব', ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরটি-পিসিআর পরীক্ষা করাতে ৯৫০ টাকার বেশি বেশি নেওয়া যাবে না’, জানলেন মমতা
কলকাতা: ‘জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার’, রাজ্য সরকারি কর্মী সংগঠনের বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পে কমিশনের ফলে ২ হাজার কোটির বেশি খরচ হচ্ছে বলেও মনে করিয়ে দেন তিনি।
পড়ুয়াদের জন্য এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘অনলাইন ক্লাসের জন্য ‘রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।’ তিনি যোগ করেন, ‘উচ্চমাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে।’
পাশাপাশি, করোনাকালে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কোভিড-১৯ পরীক্ষা করাতে এখন দিতে হবে ৯৫০ টাকা। মমতা বলেন, ‘আরটিপিসিআর পরীক্ষা করাতে ৯৫০ টাকার বেশি বেশি নেওয়া যাবে না।’
এদিন কেন্দ্রের বিলগ্নীকরণ নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বিএসএনএলে ৭০ শতাংশ কর্মীকে ভিআরএস। রেল, কোল ইন্ডিয়ার অফিসারদের ভবিষ্যৎ নেই। ‘চরম অনিশ্চয়তার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শ্রমিকদের কোনও কথা বলতে দেওয়া হয় না।’
মমতার দাবি, ‘করোনা কালে ৩০০ ট্রেনের ভাড়া দিয়েছে রাজ্য। বহু জায়গা থেকে বাস ভাড়া করে এনেছে সরকার। ভেলোরে যারা আটকে পড়েছিল, থাকার ব্যবস্থা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও পাশে দাঁড়াতে হবে। সবাইকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে হবে।’ এপ্রসঙ্গেই তিনি মনে করিয়ে দেন, ‘এখনও কেন্দ্রের কাছে ৮৫ হাজার কোটির বেশি বকেয়া। তাঁর প্রশ্ন, ‘এত টাকা বকেয়া, কীভাবে সরকার চালানো যাবে?’
তাঁর অভিযোগ, ‘২ হাজার টাকা নিয়ে দুর্নীতির কথা বলছে! অথচ কৃষকবন্ধুরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।’