(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: 'পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যেই কাজের ব্যবস্থা করুন', নির্দেশ মমতার
উত্তরবঙ্গ সফর থেকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: লকডাউন থেকেই দেশে পরিযায়ী শ্রমিক নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। কাজ কর্ম হারিয়েছেন একাধিক জন। রাজ্যেও এই সমস্যা রয়েছে। সে প্রসঙ্গে ফের উত্তরবঙ্গ সফর থেকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "পরিযায়ী শ্রমিকরা রাজ্যেই থাকুন।" রাজ্যেই যাতে তাঁদের জন্য কাজের ব্যবস্থা করা হয়, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে এমন অনেক প্রকল্প রয়েছে, যার সুবিধা নিতে পারবেন পরিযায়ী শ্রমিকরা।
এই সফরে গিয়ে ঐক্যবদ্ধ বাংলার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে তিনি বঙ্গভঙ্গ চান না। রবিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা যে যেখানেই যান, কখনও ভুলবেন না আপনার অস্তিত্ব আছে বাংলায়। আমি উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না। দেখতে চাই সবাই একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকলেই পরিবারে শান্তি আসে। মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই।'
আরও পড়ুন, 'থুতনিতে মাস্ক ঝুলিয়ে ঘুরবেন না', সঠিকভাবে কোভিড বিধি মানতে নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফরসূচি অনুযায়ী, সোমবার তিনি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। মঙ্গলবার কার্শিয়াং যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ে সাম্প্রতিক বিপর্যয় নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি পাহাড়ের উন্নয়ন নিয়ে উত্তরবঙ্গের বণিকসভাগুলির সঙ্গেও বৈঠক করার কথা। বুধবার আবহাওয়া ভালো থাকলে পাহাড়ের দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার বাগডোগরা থেকে গোয়া যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।