এক্সপ্লোর
Advertisement
মেডিক্যাল জয়েন্টে ২৫ শতাংশ অনুপস্থিত, অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধৃত ২
কলকাতা: শেষ পর্যন্ত এ বছরের মতো মেডিক্যাল জয়েন্ট নিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
আর সেই পরীক্ষাকে ঘিরেই বুধবার ঘটনার ঘনঘটা। অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধৃত ২।অনুপস্থিত প্রায় ২৫ শতাংশ পরীক্ষার্থী। রসায়নের প্রশ্ন নিয়ে বিভ্রান্তির অভিযোগ।
বোর্ড সূত্রে খবর, দমদমের সরোজিনি নায়ডু কলেজ ফর ওমেন-এ কৃষণ ওঝার হয়ে পরীক্ষা দিতে আসেন দুর্গাপুরের বাসিন্দা তৌসিফ আলম। তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, সাঁতরাগাছির কেদারনাথ ইন্সটিটিউটের দেবোপম পরিকাটের হয়ে পরীক্ষা দিতে এসে ধৃত আর এক ছাত্র।
অভিযোগ উঠেছে, রসায়নের প্রশ্ন নিয়ে।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হিসেব বলছে, শহরে কয়েকটি পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিতির হার প্রায় ২৫ শতাংশ। বোর্ডের ব্যাখ্যা, পরীক্ষা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তাই এর কারণ হতে পারে।
সুপ্রিম কোর্ট মেডিক্যালে রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্সে না করে দেওয়ার পর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা চরমে ওঠে। জট কাটাতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, অর্ডিন্যান্স জারি করে এবছরের মতো সরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলিকে অভিন্ন প্রবেশিকা থেকে ছাড় দেওয়ার। ২৪ মে সেই অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করার পরই কাটে জট। তবে শুধু এবারের জন্য।
এবার এমবিবিএস ও ডেন্টালে সব মিলিয়ে আসন সংখ্যা ২৫৫০। বোর্ড জানিয়েছে,
ফল প্রকাশ ২১- ২৭ অগাষ্টের মধ্যে। ৯ অগাষ্ট মডেল উত্তরপত্র এবং মডেল ওএমআরশিট দিয়ে দেওয়া হবে বোর্ডের ওয়েবসাইটে। যা দেখে পরীক্ষার্থীরা বুঝতে পারবেন কী লিখেছেন আর কত নম্বর পেতে পাবেন। কোনও অভিযোগ থাকলে নিয়ম মেনে তা করতে হবে ১০ থেকে ১৩ অগাষ্টের মধ্যে। ২৭ অগাস্টের পর কাউন্সেলিং। ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ ভর্তি প্রক্রিয়া।
পরের বছর থেকে মেডিক্যাল জয়েন্টে হবে অভিন্ন প্রবেশিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement