(Source: ECI/ABP News/ABP Majha)
Midnapore: নাইট কার্ফু পালনে পুলিশের মাইকে প্রচার মেদিনীপুরে, আটক ২০
মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের গাঁঁধী মোড়, এলআইসি মোড়, কালেক্টরেট মোড় সহ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় পুলিশ। অকারণে রাস্তায় বেরানো এবং মাস্ক না পরার জন্য বেশ কয়েকটি গাড়ি সহ আটক করা হয়েছে ২০ জনকে
অলোক সাঁতরা, মেদিনীপুর: করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জুড়ে নাইট কারফিউ জারি রয়েছে। কিন্তু এরপরেও বিভিন্ন জেলায় ধরা পড়েছে যে নাইট কার্ফু মানা হচ্ছে না। এমনকী এই নিয়ে নানাভাবে অভিযোগও জমা পড়েছে। কিছুদিন আগে এই নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার মেদিনীপুর জেলায় আরও শক্ত করা হল নাইট কার্ফু। এবার নাইট কার্ফু পালনে মাইকিং প্রচার করার পাশাপাশি মেদিনীপুর শহরে নাকা চেকিং করে ধরপাকড় চালাল মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের গাঁঁধী মোড়, এলআইসি মোড়, কালেক্টরেট মোড় সহ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় পুলিশ। অকারণে রাস্তায় বেরানো এবং মাস্ক না পরার জন্য বেশ কয়েকটি গাড়ি সহ আটক করা হয়েছে ২০ জনকে।
বেশ কিছুদিন ধরেই মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ এই বিষয়ে সতর্কতা জারি করেছিল। এলাকার মানুষ যাতে এই করোনা আবহে বাইরে না বেরোন, তার জন্য এলাকায় এলাকায় প্রচারও করা হচ্ছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপরই আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাই নাকা চেকিং ও নাইট কার্ফু আরও জোরদার করা হল।
রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। কিন্তু সংক্রমণ যাতে না বাড়ে রাজ্য জারি রয়েছে বিধি নিষেধ এবং সরকারের তরফে রাজ্য জুড়েই নাইট কার্ফু জারি করা হয়েছে। এই নির্দেশিকা পালনের জন্য ইতিমধ্যে নবান্ন থেকে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে কড়া হাতে মোকাবিলার করার কথা বলা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই নাইট নাইট কার্ফু জারি থাকবে। এসময় বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা পালনে কোথাও কোথাও ঢিলেমি নজরে আসছে। এবার নাইট কার্ফু পালনে কড়া মনোভাব নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।