এক্সপ্লোর
Advertisement
ডোমকল-রায়গঞ্জ-পূজালিতে ইভিএম ভাঙচুর, বহু বুথ ভেঙে তছনছ, ভয়ে গা ঢাকা দিল পুলিশ, শৌচাগারে লুকোলেন ভোটকর্মীরা
# রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ের বুথে পুলিশের সামনেই দুষ্কৃতী-তাণ্ডব। ভিতরে বহিরাগতরা ছাপ্পা ভোট দিচ্ছে, এই অভিযোগ তুলে পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে বুথে ঢুকে যান স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে পিছনের দরজা দিয়ে বহিরাগতরা চম্পট দেয় বলে দাবি। ওই বুথেই ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
# পূজালি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে পূজালি-রামচন্দ্রপুর ওয়ার্ড অফিসের বুথের বাইরে গুলি। পালিয়ে যান বুথের নিরাপত্তারক্ষী। আতঙ্কে শৌচাগারের মধ্যে লুকিয়ে পড়েন ভোটকর্মীরা। কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে যান ১৯ নম্বর বুথের সেকেন্ড পোলিং অফিসার। পরে আহত অবস্থায় উদ্ধার। বোমা-গুলিতে ভয় লাগে, দাবি পুলিশকর্মীর। পাশাপাশি, ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজিও হয়। বাইকে চড়ে এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় ইভিএম। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ।
# রায়গঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ করোনেশন স্কুল বুথে বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোট সমর্থকদের বিরুদ্ধে পাল্টা ছাপ্পা ভোটের অভিযোগ শাসকদলের। এনিয়ে বুথের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। পরে রাস্তার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় এক দুষ্কৃতীকে। ধাওয়া করে আগ্নেয়াস্ত্র-সহ ওই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। কালিয়াচক, হেমতাবাদ থেকে দুষ্কৃতীদের নিয়ে আসার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
# ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণনগর গ্রামে বোমাবাজি। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ৮ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার প্রতিবাদে ডোমকল-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ জোট সমর্থকদের। বিজেপি প্রার্থীর এজেন্টকেও বার করে দেওয়া হয় বলে অভিযোগ। রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথের মধ্যেই সংঘর্ষ।
# রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের তুলসীতলায় ৭৯ ও ৮০ নম্বর বুথের বাইরে বাইক থেকে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। ভোটারদের ভয় দেখানোর জন্যই গুলি, দাবি স্থানীয়দের।
# ডোমকলের ১১ নম্বর ওয়ার্ডে ভোটারদের বুথে যেতে বাধা। অভিযোগ, শাসকদলের বিরুদ্ধে। ছবি তুলতে গেলে এবিপি আনন্দর প্রতিনিধিকেও বাধা দেওয়ার চেষ্টা।
# বেলা বাড়তেই ডোমকল পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শাসকদলের বাইক মিছিল। সিপিএমের অভিযোগ, বুথ দখল করতেই নামানো হয়েছে তৃণমূলের বাইক বাহিনীকে।
#পূজালি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি। বাইকে চড়ে দুষ্কৃতীদের দাপাদাপি। আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। ভাঙচুর করা হয় ইভিএমও। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ।
# রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডে কলেজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরে বোমাবাজি। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে।
# ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে ভোটের লাইনে আক্রান্ত ভোটার। গিয়েছিলেন সুস্থ শরীরে ভোট দিতে। জোট সমর্থক হওয়ায় শাসকদলের লোকজন মারধর করে বলে অভিযোগ। আহত ভোটার ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি। তবে এখনও ভোট দেওয়ার ইচ্ছে রয়েছে জোট সমর্থক ওই ভোটারের।
# জোট সমর্থক হওয়ায় ১০ নম্বর ওয়ার্ডেও বুথের মধ্যে মহিলা ভোটারের ওপর চড়াও হওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি ওই মহিলা ভোটার।
# ১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুরে বোমাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোট সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। সব দেখেও নিষ্ক্রিয় পুলিশ, অভিযোগ গ্রামবাসীদের।
# রায়গঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জ করোনেশন স্কুল বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোট সমর্থকদের বিরুদ্ধে পাল্টা ছাপ্পা ভোটের অভিযোগ শাসকদলের। এ নিয়ে বুথের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। পরে রাস্তার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
# ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে শেখালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের মধ্যে তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টের হাতাহাতি। দু' পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে।
# রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বুথে কংগ্রেস এজেন্টকে ঢুকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মক পোলিংয়েও অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ৬ ও ১৩ নম্বর ওয়ার্ডেও কংগ্রেস এজেন্টকে ঢুকে না দেওয়ার অভিযোগ। সন্ত্রাস চলছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, দাবি কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
# ভোটগ্রহণ শুরু হতে না হতেই ডোমকলে উত্তেজনা। ১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর ও দক্ষিণনগর গ্রামে বোমাবাজি। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ৮ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার প্রতিবাদে ডোমকল-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ জোট সমর্থকদের। বিজেপি প্রার্থীর এজেন্টকেও বার করে দেওয়া হয় বলে অভিযোগ। রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথের মধ্যেই সংঘর্ষ।
# পুরভোটের শুরুতেই উত্তেজনা। ডোমকলে মামুদপুরে বোমাবাজি। ৮ নম্বর ওয়ার্ডে জোট এজেন্টদের বুথে ঢুকতে বাধা। প্রতিবাদে রাস্তা অবরোধ
কলকাতা: সমতলে ৩, পাহাড়ে ৪। সাত পুরসভার ভোটগ্রহণ শুরু।কড়া নিরাপত্তা উত্তপ্ত ডোমকলে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড কাড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার
ডোমকলে মোট ওয়ার্ড ২১টি। এই বছর প্রথম ভোট। তৃণমূল লড়ছে ২১টিতে।
বিজেপি ২০ ও বাম-কংগ্রেস জোট ২১টিতে। এর মধ্যে সিপিএম ১১টিতে ও কংগ্রেস ১০টিতে। ডোমকলের বিধায়ক সিপিএমের। ডোমকল যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটিও সিপিএমের দখলে।
কালিম্পং
মোট আসন ২৩। তৃণমূল ১৯, গোর্খা জনমুক্তি মোর্চা ২২, হরকা বাহাদুর ছেত্রীর অল ইন্ডিয়া জন আন্দোলন পার্টি ২৩, সিপিএম ৯, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ৩ ও নির্দল ২৬টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে।
তৃণমূলের শক্ত ঘাঁটি, দক্ষিণ ২৪ পরগনার পূজালি। সেখানেই এবারের ভোট যুদ্ধে।
মোট ওয়ার্ড ১৬। তৃণমূল ১৬, বিজেপি ১৬, কংগ্রেস-বাম জোট ১৪টিতে লড়াই করছে। এর মধ্যে কংগ্রেস ৮, সিপিএম ৩, নির্দল (জোটের সমর্থনে) ৩ ও নির্দল ২টি ওয়ার্ডে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement