Murshidabad : ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট আদায় করে টাকা গায়েব, রূপশ্রী প্রকল্পে প্রতারণা মুর্শিদাবাদে
আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েরা বিয়ের সময় পান এককালীন ২৫ হাজার টাকা, এক্ষেত্রে তিন সন্তানের মায়ের নামে তা বরাদ্দ হয়েছে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : এক মহিলাকে ভুল বুঝিয়ে তাঁর ফিঙ্গারপ্রিন্ট আদায় করার পর সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ। রূপশ্রী প্রকল্প ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কড়াইয়া গ্রামে। পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত।
প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করা রেখা কর্মকারের দাবি, সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর আঙুলের ছাপ আদায় করেছিল দুই পড়শি। তিন সন্তানের মা গৃহবধূর দাবি, তিনি ঘুণাক্ষরের বুঝতে পারেননি প্রতারকদের ছল। অভিযোগ, গত ১৫ ই জুন গ্রামের দুই বাসিন্দা সাদ শেখ ও রবিউল শেখ সরকারি স্কিমে ৫ হাজার টাকা পাইয়ে দেওয়ার 'প্রলোভন' দেখিয়ে তাঁর আঙুলের ছাপ নিয়ে যায়। পরের দিন ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ঢুকেছে। সেখান থেকে ১০ হাজার টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারও হয়েছে । এই বিষয়ে খোঁজ নিতেই কর্মকার দম্পতি জানতে পারেন, রূপশ্রী প্রকল্পের টাকা জমা পড়েছে। এরপরই জঙ্গিপুরের মহকুমাশাসক ও সাগরদিঘি থানায় অভিযোগ করেন রেখা কর্মকার ও তাঁর স্বামী সত্যম।
এরপরই প্রকাশ্যে আসে দুর্নীতির বিষয়টি। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন দুই প্রতিবেশী। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির কড়াইয়া গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। গোটা ঘটনা প্রসঙ্গে সাগরদিঘির যুগ্ম বিডিও তপন জানা বলেছেন, 'অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের বিয়ের জন্য ২০১৮ সালে রূপশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার। বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা পাওয়া যায়। অথচ এক্ষেত্রে রূপশ্রীর টাকা এসেছে তিন সন্তানের মায়ের নামে বরাদ্দ হয়েছে। তাই কীভাবে এমন ঘটনা ঘটল, বা এর নেপথ্যে কি কোনও প্রভাবশালীর হাত রয়েছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ চলছে পলাতকদের খোঁজের পাশাপাশি।