ফোনে হুমকি দিচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা, মুকুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের নম্রতার
দক্ষিণ দিনাজপুর: ঋতব্রতকাণ্ডে এবার মুকুল রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বৃহস্পতিবার, বালুরঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন নম্রতা দত্ত। তাঁর দাবি, মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগকারিণী বলেন, মুকুল রায় ঘনিষ্ঠ অর্চনা মজুমদার, দুর্বা সেন এবং ঋতব্রত ফোনে হুমকি দিচ্ছেন। মামলা তুলতে হুমকি দিচ্ছে। আমাকে বলা হচ্ছে মুকুল রায় খুব প্রভাবশালী। ঋতকে তিনি প্রোটেক্ট করবেন। এই অভিযোগের পিছনে ষড়যন্ত্র দেখছেন মুকুল রায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই নেতা বলেন, ওকে চিনি না। আমি দেখিওনি। কথাও হয়নি। আসলে বাংলায় এখন পুলিশ রাজ চলছে। ওরা আমাকে ভয় পাচ্ছে। আমি ছুটতে শুরু করলে কোথায় পৌঁছব ওরা জানে। তাই এ সব করানো হচ্ছে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিকবার সহবাস করেছেন। কিছুদিন আগে বালুরঘাট থানায় এই অভিযোগ দায়ের করেন নম্রতা দত্ত। অভিযোগ অস্বীকার করে তরুণীর বিরুদ্ধে গড়ফা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন ঋতব্রত। স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্তভার নেয় সিআইডি। গত মঙ্গল ও বুধবার, ভবানীভবনে ডেকে সিপিএম থেকে বহিস্কৃত সাংসদ জিজ্ঞাসাবাদ করা হয়। নম্রতার অভিযোগের ভিত্তিতে ঋতব্রতর বান্ধবী দুর্বাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই ঘটনাতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পদস্থ আধিকারিক তথা চিকিৎসক অর্চনা মজুমদারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি অফিসাররা। যিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার মুকুল রায়ের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করলেন নম্রতা।