Nimtita Blast Case: নিমতিতা স্টেশনের মাত্র ৫ কিমি দূরে উদ্ধার বস্তা ভর্তি গানপাউডার !
বস্তায় থাকা গুঁড়ো পদার্থ বারুদ বা কোনও বিস্ফোরক হতে পারে এই আশঙ্কায় পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানান, রাস্তার ধারে বস্তা থেকে গান পাউডার উদ্ধার হয়েছে। কে বা কারা রেখেছিল তা খোঁজ করে দেখা হচ্ছে।
রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নিমতিতায় কে বা কারা, হামলা চালাল শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর? ভোটের মুখে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে কেন নিশানা করা হল? এখনও তা স্পষ্ট নয়। তার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল গানপাউডার উদ্ধারের ঘটনায়। শুক্রবার বস্তা ভর্তি গানপাউডার উদ্ধার হয়েছিল সুতি থানার ঔরঙ্গাবাদ থেকে। তাঁতিপাড়ার ইলেকট্রিক অফিস মোড়ের কাছে একটি চায়ের দোকানের পাশে খোলা অবস্থায় পড়েছিল একটি বস্তা।
স্থানীয় এক চা-দোকানের মালিকের কথায়, রাতে যখন দোকান বন্ধ করে যাই, তখনও কিছু ছিল না। সকালে চা বানিয়ে অফিসে দিতে গিয়েছিলাম। তারপর শুনি বস্তা পাওয়া গিয়েছে। পুলিশ এসে নিয়ে গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শী রাজেশ সিংহের কথায়, ‘‘এখানে ইলেকট্রিক অফিস, রাধাগোবিন্দ মন্দির আছে। কে বা কারা রেখেছে বলতে পারব না। পুলিশ এসে সব নিয়ে গিয়েছে ৷’’
বস্তায় থাকা গুঁড়ো পদার্থ বারুদ বা কোনও বিস্ফোরক হতে পারে এই আশঙ্কায় পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানান, রাস্তার ধারে বস্তা থেকে গান পাউডার উদ্ধার হয়েছে। কে বা কারা রেখেছিল তা খোঁজ করে দেখা হচ্ছে। শনিবার ঔরঙ্গাবাদের যে এলাকা থেকে গানপাউডার উদ্ধার হয়েছে, সেখান থেকে নিমতিতা স্টেশনের দূরত্ব ৫ কিলোমিটার।
খোদ মন্ত্রীর ওপর বোমা হামলার মতো ঘটনার তদন্ত করছে রাজ্য সরকার গঠিত সিট। এই পরিস্থিতিতে গানপাউডার উদ্ধার বিস্ফোরণ আতঙ্ক আরও বাড়িয়েছে।
অন্যদিকে, SSKM সূত্রে খবর, বোমায় আহত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি সহ ৪ জনের সঙ্কট এখনও কাটেনি। মন্ত্রী জাকির হোসেন এবং মাসুম আলি নামে এক ব্যক্তিকে রাখা হয়েছে CCU-তে ৷
নাসিবুল শেখ এবং আমির সোহেল নামে বাকি দু’জনকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার জোনে। কত তাড়াতাড়ি ক্ষতস্থান শুকোচ্ছে, আহতরা চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন- এসব দেখে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।