রোজারিও, বার্সেলোনার গণ্ডি টপকে বিশ্বজনীন, ইছাপুরে মহা সমারোহে মেসির জন্মদিন পালন
৩৪ তম জন্মদিন তাই ৩৪ পাউন্ড কেক সহ ৩৪ রকম মিষ্টির আয়োজন করা হয়।
সমীরণ পাল, ব্যারাকপুর: চৌত্রিশে পা ম্যাজিশিয়ানের। যাঁর বাঁ পায়ের ম্যাজিক দেখতে রাতের পর রাত জাগা, আজ তাঁর জন্য নিজেদের মতো করে উৎসবপালন। রোজারিও, বার্সেলোনার গণ্ডি টপকে যিনি বিশ্বজনীন। লিওনেল মেসি।
আজ সেই ম্যাজিক ম্যানের ৩৪ তম জন্মদিন। তবে প্রিয় ফুটবলারের জন্মদিন পালন শুধুমাত্র তাঁর শহর রোসারিও-তেই সীমাবদ্ধ নয়। মহা সমারোহে মেসির জন্মদিন পালিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার সেই আঁচে এসে পড়ল এরাজ্যেও। উত্তর ২৪ পরগনার নবাব গঞ্জের বাসিন্দা শিবে পাত্র ও তাঁর পরিবার মেসির ৩৪ তম জন্মদিন পালন করলেন।
প্রিয় ফুটবলারের জন্মদিন পালনের জন্য এলাহি আয়োজন করেছিল পাত্র পরিবার। ৩৪ তম জন্মদিন তাই ৩৪ পাউন্ড কেক সহ ৩৪ রকম মিষ্টির আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছ মাংস, পায়েস। আর পাঁচটা বাঙালির পরিবারের মতোই পুরোহিত মশাই ডেকে শঙ্খ বাজিয়ে মাথায় ধান, দূর্বা দিয়ে জন্মদিন পালন হল মেসির। এই বিশেষ দিন উপলক্ষ্যে তৈরি করা হয়েছিল ক্ষীর দিয়ে মেসির মূর্তি।
প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকেন ইছাপুরের শিবে পাত্র এবং তাঁর পরিবার। পেশায় চা ব্যবসায়ী শিবে পাত্র। বাড়ির মধ্যেই রয়েছে চায়ের দোকান। মেসির জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষদিনে চায়ের দামও নেন না শিবে পাত্র। মেসি ভক্ত এই পরিবার বাড়িটির রঙ করেছেন নীল সাদা। প্রতি বছর এই ২৪ জুন নবাবগঞ্জ অঞ্চল সেজে ওঠে নীল সাদা পতাকায়। শিবে পাত্রর হাত ধরেই ওই অঞ্চলে তৈরি হয়েছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সকাল থেকেই নীল সাদা পোশাক পড়ে হাজির মেসিপ্রেমীরা। তাঁদের বক্তব্য, আগামী ২৯ তারিখ মেসির খেলা আছে। সেই খেলাতেই মেসির গোল দেখতে চান তাঁর খুদে ভক্তরা।
মেসি এখন বসে আছেন হাজার হাজার মাইল দূরে। মেসিভক্ত এই মানুষগুলোর কথা তাঁর কানেও হয়ত পৌঁছবে না কোনওদিন। কিন্তু এভাবেই নিজের ঘরের ছেলের মতোই মেসিকে আদরে ভরিয়ে রাখতে চান এই মানুষগুলো। যদিও এবছর করোনার প্রকোপ চলছে। একসঙ্গে বহু মানুষ জমায়েত হতে পারেননি। তার মধ্যে থেকেও এই দিনটিকে পালন করতে কোনওরকম কার্পন্য করলেন না পাত্র পরিবার ও নবাবগঞ্জের বাসিন্দারা।