North 24 Parganas: দৈনিক সংক্রমণে শীর্ষে জেলা, বাজার খোলা রাখার সময়সীমা কমল বারাসাতে
বারাসাতে ৬টি বাজারে সময়সীমা কমিয়ে দেওয়া হল
সমীরণ পাল, বারাসাত: ফের বাড়ছে সংক্রমণ। আর সেই কারণে এবার বারাসাতে ৬টি বাজারে সময়সীমা কমিয়ে দেওয়া হল। বারাসাত মহকুমা শাসক জানিয়েছে, সকালে ৩ ঘণ্টা খোলা থাকবে বাজার।
নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে বাজার। হেলা বটতলা বাজার, কাছারি বাজার, হরিতলা বাজার, বারাসাত স্টেশন বাজার, ঘোলা কাজীপাড়া বাজার, বিধান মার্কেট সকালে ৩ ঘণ্টা খোলা থাকবে। আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। আগামী ২ সপ্তাহের জন্য এই নিয়ম জারি থাকবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ের ছবি দেখেছে দেশ সহ রাজ্য। আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। এর পাশাপাশি ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ও রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গতকালের হিসেব অনুযায়ী একদিনে আক্রান্ত ১০৬ জন। দৈনিক মৃত্যুতেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিকে রাজ্যে করোনা সংক্রমণে রাশ টানতে বেড়েছে বিধিনিষেধের মেয়াদ। বৃহস্পতিবার মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কড়াকড়ি জারি থাকছে ১৫ অগাস্ট পর্যন্ত। তবে লোকাল ট্রেন চালু নিয়ে কোনও উল্লেখ নেই নির্দেশিকায়। বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমা হলও। রাতের বিধিনিষেধেও থাকছে কড়াকড়ি।
বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৩১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এদিনের রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে। বাজার-হাট খোলা-বন্ধের ক্ষেত্রে বজায় থাকবে আগের নিয়ম। আপাতত বন্ধই থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এদিকে, রাতের বিধিনিষেধেও বজায় থাকছে কড়াকড়ি। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরায় যে কড়াকড়ি ছিল, তা বহাল থাকবে। নিয়ম না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানানো হয়েছে নির্দেশিকায়।