এবার হাওড়ার জগাছায় ‘ভুয়ো’ মেডিক্যাল কলেজের হদিস!
হাওড়া: এতদিন ধরা পড়ছিল ভুরি ভুরি ভুয়ো ডাক্তার। আর এবার, সামনে এল ভুয়ো মেডিক্যাল কলেজ! মুন্নাভাই এমবিবিএস-এ, বাবাকে বোকা বানাতে মুন্না ভুয়ো হাসপাতাল খুলে বসেছিলেন। আর হাওড়ার জগাছায় এক্কেবারে ভুয়ো মেডিক্যাল কলেজ খুলে বসার অভিযোগ! অভিযোগ বাবার ‘স্বপ্নের ভুয়ো মেডিক্যাল কলেজকে’ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছেলে। মঙ্গলবার রাতে জগাছার আড়ুপাড়ায় হানা দিয়ে এই ভুয়ো মেডিক্যাল কলেজের মালিক অমল খাটুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ধৃত অমল নিজে দক্ষিণ ২৪ পরগনার কাকদীপ মহকুমা হাসপাতালের ফার্মাসিস্ট। অভিযোগ, সেই চাকরিও বাবার তৈরি ভুয়ো মেডিক্যাল কলেজের সার্টিফিকেট দেখিয়েই পাওয়া। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাবা ক্ষীতেশ খাটুয়া কলকাতা মেডিক্যাল কলেজের গ্রুপ ডি কর্মী ছিলেন। অভিযোগ, হাওড়ার রামরাজাতলায় তিনি ‘হাওড়া-সেন্ট্রাল ক্যালকাটা মেডিক্যাল কলেজ’ নামে একটি ভুয়ো সংস্থা তৈরি করেন। পুলিশ সূত্রে দাবি, বাবার মৃত্যুর পর ছেলে অমল এতদিন ধরে ভুয়ো মেডিক্যাল কলেজটি চালাচ্ছিলেন। অভিযোগ, এখানে টাকার বিনিময়ে হোমিওপ্যাথি, এমবিবিএস---সব ধরনের সার্টিফিকেট দেওয়া হত। এক স্থানীয় বাসিন্দা বলেন, মেডিক্যাল কলেজ চলত জানতাম না। ভাবতাম ছেলেমেয়েরা পড়তে আসে। কিন্তু কীভাবে এই তথ্য সামনে এল? পুলিশের দাবি, জুনের প্রথম সপ্তাহে হাওড়ার বাউরিয়া থেকে গ্রেফতার হয় জাল চিকিৎসক রামশঙ্কর সিংহ। তিনিও এই ভুয়ো ‘হাওড়া-সেন্ট্রাল ক্যালকাটা মেডিক্যাল কলেজ’-এর নথি দেখান পুলিশকে। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিল ভুয়ো এই মেডিক্যাল কলেজে।