রায়গঞ্জে ৩ বছরের ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কাকা
উত্তর দিনাজপুর: তিন বছরের ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কাকা। শুক্রবার দুপুরে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে! পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ রায়গঞ্জ জেলা আদালতের। নির্যাতিতা শিশুর পরিবারের দাবি, শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলছিল একরত্তি মেয়েটা। সেই সময় পাশের বাড়ির কাকা চকোলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ভাইঝির ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। মা-বাবা ভালভাবে শিশুটিকে পরীক্ষা করেন। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁরা রায়গঞ্জ থানায় যান। সেখান থেকে পাঠানো হয় হাসপাতালে। মেয়ের মুখে বারবার পাশের বাড়ির কাকার নাম শুনেছিলেন মা-বাবা। তাই দেরি না করে রাতেই রায়গঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যদিও, সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। বলেন, আমি কিছু করিনি। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।