এবার চানাচুরের প্যাকেট মিলল ‘মরা টিকটিকি’!
পূর্ব মেদিনীপুর: এবার দোকান থেকে কেনা চানাচুরের প্যাকেটে ভাজা টিকটিকি!!! পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য। শনিবার দুপুরে স্কুল ছুটির পর সহকর্মীদের সঙ্গে টিফিন খাওয়ার জন্য চানাচুরের প্যাকেট কেনেন পি কে বিদ্যাপীঠের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল। তাঁর অভিযোগ, চানাচুরের প্যাকেট খুলে ঢালতেই বেরিয়ে আসে মরা টিকটিকি। পি কে বিদ্যাপীঠের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, প্যাকেট ছিঁড়ে কাগজের উপর ঢেলেছিলাম। সেখানে টিকিটিকির দেহ দেখতে পাই। বিষয়টি নিয়ে দিঘার স্বাস্থ্য অধিকর্তা পূর্ণেন্দু বালার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি জানানো হবে মহকুমা শাসককে। গত মাসের ২৬ তারিখে হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেসে প্যান্ট্রি কার থেকে কেনা নিরামিষ বিরিয়ানিতে মরা টিকটিকি মিলেছিল বলে অভিযোগ করেন যাত্রীরা। বিষয়টি নিয়ে টুইট করে রেল মন্ত্রকে অভিযোগ দায়ের করেন এক যাত্রী। যার জেরে ট্রেনে খাবার দেওয়ার জন্য বরাতপ্রাপ্ত সংস্থাকে বরখাস্ত করে রেল মন্ত্রক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চানাচুরে টিকটিকি পাওয়ার অভিযোগ।