পঞ্চায়েত ভোট: রাজ্যের ৫৭২ বুথে পুনর্নির্বাচন সম্পন্ন, ফলাফল আগামীকাল
কলকাতা: ১৪ মে-র পঞ্চায়েত ভোট সাক্ষী থেকেছে ব্যাপক হিংসা, হানাহানি, রক্তপাত এবং প্রাণহানির। শুধু ভোটের দিনেই ঝরে গিয়েছে ১৮টি প্রাণ। তবে, দু’দিনের মধ্যে পুনর্নির্বাচনে অনেকটাই বদলে গেল এই ছবিটা। বুথের সংখ্যা দেখে অনেকে পুনর্নির্বাচনকে ‘মিনি পঞ্চায়েত ইলেকশন’ বললেও, কয়েকটি গন্ডগোলের ঘটনা ছাড়া এদিনের ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল মোটামুটি নির্বিঘ্ন। বুধবার রাজ্যজুড়ে ৫৭২টি বুথে পুনর্নির্বাচন হয়। এর মধ্যে মালদায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যালট ছিনতাইয়ের ছবি দেখা গিয়েছে। রায়গঞ্জে এসডিও-কে লক্ষা করে জুতো ছোড়া হয়েছে। তবে এরকম কয়েকটি ঘটনা ছাড়া ভোটপ্রক্রিয়া মিটেছে প্রায় নিরুপদ্রবেই। চোখে পড়েছে পুলিশের সক্রিয়তা। বুধবার সকাল থেকেই সশস্ত্র বাহিনীতে ছয়লাপ করে দেওয়া হয় ১৯টি জেলার এই বুথগুলি। বুথের কাছে বহিরাগত দেখলেই লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। কোথাও দুষ্কৃতীদের ঘাঁটিতে তল্লাশি অভিযান চালিয়ে তারা উদ্ধার করে বুলেটপ্রুফ জ্যাকেটের কায়দায় তৈরি টিনের জ্যাকেট। কোথাও বাজেয়াপ্ত করা হয় দুষ্কৃতীদের বাইক। বহিরাগত অনুপ্রবেশ রুখতে সন্দেহজনক বাইক ও গাড়ি দেখলেই দাঁড় করিয়ে চলে তল্লাশি। সন্দেহভাজন কাউকে দেখলেই পাকড়াও করে চলে জিজ্ঞাসাবাদ। মুর্শিদাবাদের নওদায় রোবোকপকে রুটমার্চ করতে দেখা যায়! এই নওদাতেই ১৪ তারিখ ভোটের দিন এক নির্দল সমর্থকের মৃত্যু হয়েছিল। পুর্ননির্বাচনের প্রেক্ষিতে এদিন অবশ্য সেখানে ছিল নিরাপত্তার কড়াকড়ি!
আজ রাজ্যের ১৯ জেলার ৫৭২টি বুথে পুনর্নির্বাচন। সবথেকে বেশি ৭৩টি বুথে ভোট হচ্ছে উত্তর দিনাজপুরে। সবথেকে কম ৩টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে পশ্চিম বর্ধমানে। একমাত্র ঝাড়গ্রামে কোনও পুনর্নির্বাচন হচ্ছে না।
#উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটকর্মীদের হাতে নিগৃহীত এসডিও। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে মারধর
#উত্তর ২৪ পরগনার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩-৪টি গাড়িতে করে এসে বহিরাগতদের জমায়েত। হটিয়ে দিল জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ১৪ মে, ভালুকায় বোমাবাজি হয়। আক্রান্ত হয় পুলিশ। সেকারণেই এই বুথে পুনর্নির্বাচন হচ্ছে।
#মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের আরসিএইচ বিল্ডিং মাতৃসদনের বুথের বাইরে বোমাবাজি। আহত দুই তৃণমূলকর্মী। অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার।
#মালদার রতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়ার ৭৬ ও ৭৯ বুথে দাপিয়ে বেড়াল তৃণমূল-আশ্রিত মাস্কেট বাহিনী। অবাধে ব্যালট বক্স লুঠ করে চলে যায় তারা। ভোটারদের অভিযোগ, সকাল থেকে তাঁদের বুথে ঢুকতে দেয়নি শতাধিক সশস্ত্র দুষ্কৃতী। ভয়ে বুথ ছেড়ে পালিয়ে যান পুলিশ ও ভোটকর্মীরা। প্রতিক্রিয়ায় এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, ব্যালট বক্স উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে ভোটগ্রহণ
#কোনও রাজনৈতিক দলের এজেন্ট না আসায় এখনও শুরু হল না ভোট। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাঁকড়া এসপিএল প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ভোটাররা
#উত্তর ২৪ পরগনার দেগঙ্গার মানিকপুর অবৈতনিক বিদ্যালয়ের ২১১ বুথের সামনে রাস্তায় জটলা সরিয়ে দিল পুলিশ
#দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নির্দেশখালি প্রাথমিক বিদ্যালয়ে আজ পুনর্নির্বাচন হচ্ছে। ১৪ মে, এই বুথে ভোট লুঠের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, গতকালও এই বুথের সামনে দফায় দফায় বোমাবাজি হয়। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেকারণে আজ সকাল থেকে কড়া নিরাপত্তা। কিন্তু আতঙ্কে প্রথমে ভোট দিতে আসেননি ভোটাররা। শেষে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর শুরু হয় ভোটগ্রহণ
#নদিয়ার হবিবপুরে সকাল থেকেই তুমুল বৃষ্টি। বৃষ্টির জেরে বিদ্যুৎহীন চ্যাংদহরা প্রাথমিক বিদ্যালয়ে ১১২ নম্বর বুথ। মোমবাতি জ্বেলে চলছে ভোটগ্রহণ। সোমবার এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। তার জেরে পুনর্নির্বাচন হচ্ছে
#সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১১.৩৫ শতাংশ।
#পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের কবিরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আগের দিন এই বুথে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যালট বক্স ছিনতাই করে ছাপ্পা ভোট দেওয়া ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
#বীরভূমের মহম্মদবাজার ব্লকের মউলপুর প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচন হচ্ছে। আগের দিন এই বুথে ছাপ্পা ভোট ও বুথের বাইরে বোমাবাজির অভিযোগ ওঠে। আজ সকাল থেকেই বুথে ভোটারদের ভিড়।
#পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা প্রাথমিক বিদ্যালয়ের বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ১৪ মে, এই বুথে ভোটারদের মারধর, ব্যালট বক্স ভাঙা ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে।
#দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নির্দেশখালি প্রাথমিক বিদ্যালয়ে আজ পুনর্নির্বাচন হচ্ছে। ১৪ মে, এই বুথে ভোট লুঠের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, গতকালও এই বুথের সামনে দফায় দফায় বোমাবাজি হয়। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেকারণে আজ সকাল থেকে কড়া নিরাপত্তা। আতঙ্কে আজ ভোটশুরুর পর একঘণ্টা কেটে গেলেও কোনও ভোটারের দেখা নেই।
#উত্তর ২৪ পরগনার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগর ২২৬ ও ২৩৭ নম্বর বুথে আজ পুনর্নির্বাচন। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। নিরাপত্তার জন্য মোতায়েন প্রচুর পুলিশ। যে সমস্ত ভোটাররা আজ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, তাঁদের অধিকাংশই আগের দিন ভোট দিতে পারেননি বলে অভিযোগ।
#পুরুলিয়ার পারা হরিহরপুর বালিকা বিদ্যালয়ের বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে। তবে তৃণমূলের এজেন্ট না আসায়, ভোট শুরু হতে একঘণ্টা দেরি হয় বলে অভিযোগ। ১৪ মে, এই বুথে তৃণমূল-সিপিএম সংঘর্ষ হয়। অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে
#সোমবার পঞ্চায়েত ভোটের দিন অশান্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। বোমাবাজিতে প্রাণ যায় একজনের। আজ আমডাঙার ১০টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধু মাত্র বুথেই নয়, রাস্তার মোড়ে মুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
#মুর্শিদাবাদের পাটিকাবাড়ি ঘোষ বাউটিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ পুনর্নির্বাচন হচ্ছে। তবে ৪৫ মিনিট পরেও ভোটগ্রহণ শুরু করা যায়নি। কারণ আগের দিন ভোটের সময় বুথের মধ্যে যে ভাঙচুর হয়েছিল, তার চিহ্ন এখনও সর্বত্র ছড়িয়ে। ফলে ভোটগ্রহণে দেরি। এই ভোটগ্রহণ কেন্দ্রের সামনেই ১৪ মে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নির্দল সমর্থক শাহিন শেখের। গুলিবিদ্ধ হয় এক কিশোরও।
সোমবার ভোটের দিন ছাপ্পা ভোট থেকে ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স জ্বালানো থেকে জলে ‘বিসর্জন’— সবই দেখেছে গ্রাম বাংলা। যে সব বুথে এই সব ঘটনা ঘটেছে, তার অধিকাংশতেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ১৬ মে বুধবার, রাজ্যের ৫৭২টি বুথে পুনর্নির্বাচন!!
সূত্রের খবর, ঝাড়গ্রাম বাদে রাজ্যের সব জেলায় পুনর্নির্বাচন হচ্ছে। উত্তর দিনাজপুরের ৭৩টি,মুর্শিদাবাদের ৬৩টি,মালদার ৫৫টি,কোচবিহারের ৫২টি,উত্তর ২৪ পরগনার ৫৯টি,হুগলির ১০টি,পশ্চিম মেদিনীপুরের ২৯টি,জলপাইগুড়ির ৫টি,পুরুলিয়ার ৭টি,নদিয়ার ৬০টি,দক্ষিণ দিনাজপুরের ৩৫টি,পশ্চিম বর্ধমানের ৩টি,বীরভূমের ৬টি,বাঁকুড়ার ৫টি,দক্ষিণ ২৪ পরগনার ২৯টি,পূর্ব মেদিনীপুরের ২৪টি,আলিপুরদুয়ারের ২টি,পূর্ব বর্ধমানের ১৭টি এবং হাওড়ার ৩৮টি বুথে পুর্নর্নিবাচন হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এতগুলি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন।
সব মহলেরই দাবি, ১৪ মে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ভয়ংকর যে ছবি দেখা গিয়েছিল গ্রামবাংলায়, ১৬ তারিখের পুননির্বাচনে যেন সন্ত্রাস আর দাঁত-নখ বের করতে না পারে। কড়া হাতে সব নিয়ন্ত্রক করুক প্রশাসন।