Narendra Modi Kharagpur Rally LIVE ‘দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি’, খড়গপুরে মোদি
Narendra Modi Kharagpur Rally LIVE Updates খড়গপুর সদরে হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণকে প্রার্থী করেছে বিজেপি

Background
রাজ্যে প্রথম দফা ভোট ২৭ মার্চ। তার এক সপ্তাহ আগে আজ ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা করবেন তিনি। দিল্লি থেকে বিমানে সরাসরি কলাইকুণ্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর কপ্টারে চড়ে নামবেন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে।সেখান থেকে গাড়িতে পৌঁছবেন সভাস্থলে। সভা শেষে আজই দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।
PM Modi Kharagpur Rally LIVE: ‘দিদি বলছেন খেলা হবে, বাংলা বলছে খেলা শেষ হবে’, খড়গপুরে মোদি
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’
PM Modi Kharagpur Speech LIVE: ‘বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন’, খড়গপুরে মোদি
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। ২০১৮-য় পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে গণতন্ত্রের থেকে কিছু বড় নয়। আপনারা এবার আশ্বস্ত থাকুন, এবার নির্ভয়ে ভোট দিন।’






















