করোনা ভ্যাকসিন নিয়ে মঙ্গলবার মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক
বৈঠকের জন্য রদবদল মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের সূচিতে...
![করোনা ভ্যাকসিন নিয়ে মঙ্গলবার মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক PM Narendra Modi CM Mamata Banerjee Nabanna Virtual Meet on Corona Vaccine Tuesday করোনা ভ্যাকসিন নিয়ে মঙ্গলবার মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/22184458/Modi-Mamata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।
সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে রদবদল করা হল। প্রসঙ্গত, আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর- ৩ দিনের বাঁকুড়া সফরে করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ২৪ তারিখ। সেই কারণে, আজই বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল খাতরায় মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি। প্রথমে প্রশাসনিক বৈঠক। তারপর জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে, মুখ্যমন্ত্রীর সফরের আগে শনিবার থেকে জনতার দরবার চালু করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে কটাক্ষ করে বিজেপি বলেছে, একুশের ভোট বৈতরণী পার হতেই এই সব করছে শাসক দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)