Raiganj Family Dispute: স্ত্রীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু চার বছরের শিশুর
ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্ত্রীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু চার বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ রায়গঞ্জ ব্লকের ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে ঘটেছে।
গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিজের ছেলেকে মাথায় গুলি করে তার বাবা নাস্তার আলি। ঘটনার পর থেকেই ঘাতক পিতা পলাতক।
মৃত শিশুর মামা সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানাভাবে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত নাস্তারের। কিছুদিন ধরেই তা চরমে ওঠে। আজ মদ্যপ অবস্থায় নাস্তার তার ছেলেকে খুন করে।
সামসুদ্দিন আরও জানান, বিয়ের পর থেকেই স্ত্রীকে মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত নাস্তার। টাকা আনতে রাজি না হলে তাঁকে খুনের হুমকিও দিত নাস্তার।
অভিযোগ, এদিনও বাপের বাড়ি থেকে টাকা আনা নিয়ে গন্ডগোলকে কেন্দ্র করেই স্ত্রীকে খুন করতে গিয়ে নিজের শিশুকে খুন করেছে নাস্তার।
এদিকে, রাতে গুরুতর যখম শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত শিশুর বাবা নাস্তার আলি পলাতক।