এক্সপ্লোর
পুরুলিয়ায় রেল অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ফাইল ছবি
পুরুলিয়া: আদিবাসী কুর্মি সম্প্রদায়ের ডাকে পুরুলিয়ার কুশতোড় স্টেশনে রেল অবরোধ। ব্যাহত ট্রেন চলাচল। আদ্রা ডিভিশনে আটকে পড়েছে ৬টি ট্রেন। আদিবাসী কুর্মি সম্প্রদায়কে তপসিলি জাতি ও উপজাতি তালিকার অন্তর্ভূক্ত করা-সহ বেশ কিছু দাবিতে আজ সকাল ৫টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু হয়। এর জেরে বাতিল হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেন দেরিতে চলছে। পুরুলিয়া স্টেশনে আটকে পড়ে ডাউন পুরুলিয়া এক্সপ্রেস। সেটিকে চান্ডিল-টাটানগর দিয়ে ঘুরপথে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। আপ চক্রধরপুর প্যাসেঞ্জার বাগালিয়া স্টেশনে আটকে পড়েছে। অবরোধের জেরে হয়রানির শিকার রেলযাত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















