এক্সপ্লোর
Advertisement
রামনবমী: মৃত ১, অশান্ত রানিগঞ্জ, বোমার আঘাতে গুরুতর জখম পুলিশ কর্তা
রানিগঞ্জ: অশান্তির কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে উৎসবের আবহ। রামনবমী উপলক্ষ্যে মিছিল ঘিরে অশান্তিতে এখনও অগ্নিগর্ভ রাজ্যের বিভিন্ন জায়গা।
রানিগঞ্জে মৃত এক, বোমার ঘায়ে গুরুতর জখম ডিসি।
পুরুলিয়ায় মিছিলে পিস্তল, কান্দিতে থানা চত্বরে সশস্ত্র মিছিল। যে উৎসবের কথা এতদিন এরাজ্যে অনেকে টেরই পেতেন না, সেই রামনবমী ঘিরেই এবার উত্তপ্ত বাংলা। বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে গোষ্ঠী সংঘর্ষের ছবি। যেমন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ।
সোমবার রামনবমী উপলক্ষ্যে রানিগঞ্জ বাজার এলাকায় মিছিল বার হয়। অপর এক গোষ্ঠী তাদের বাধা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, লাঠি, তরোয়াল নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষ।
দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যুও হয়। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অরিন্দম দত্ত চৌধুরী ঘটনাস্থলে গেলে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। স্প্লিন্টারের ঘায়ে তাঁর ডান হাতের কব্জির কাছ থেকে মাংস উড়ে যায়।
এরপর একের পর এক দোকান ও বাড়িতে অবাধে ভাঙচুর চালানো হয়। কোথাও কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ, কমব্যাট ফোর্স।
এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, যা ঘিরে রক্ত ঝরে, ঘর পোড়ে, প্রাণ যায় তা কি কখনও ধর্মচারণ হতে পারে?
রবিবার উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রামনবমী উপলক্ষ্যে মিছিল বার করেন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। তা ঘিরে গণ্ডগোল বাধে। যার জেরে রাস্তার ওপর চলে ইটবৃষ্টি।
আশপাশের দোকানে চালানো হয় ভাঙচুর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে খবর, ওই মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরেই গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
পুরুলিয়ার ঘুরসু গ্রামে রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
এসব ঘটনাকে হাতিয়ার করেই আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপিও।
একদিকে যখন গোষ্ঠী সংঘর্ষ ঘিরে অশান্তির পারদ চড়ছে, তখন রাজনৈতিক তরজাও তুঙ্গে। রবিবার রামনবমী উপলক্ষ্যে মিছিলে লাঠিখেলতে দেখা যায় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের দিকে সোমবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
সব মিলিয়ে অশান্তির আবহে ঢাকা পড়ে গিয়েছে উৎসবের আমেজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement