৩ পুরসভার ৬টি বুথে পুনর্নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন
রায়গঞ্জ: রায়গঞ্জ, ডোমকল ও পূজালি পুরসভার ৬টি বুথে পুনর্নির্বাচন সম্পন্ন হল নির্বিঘ্নেই। পূজালির ৫ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ এবং ৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথে ভোটগ্রহণ হয়। ডোমকলের ২০ নম্বর ওয়ার্ডের ৯৫ ও ৯৬ বুথে হয়েছে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচন হয় রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথেও।
মুড়ি-মুড়কির মতো বোমা, দুষ্কৃতীদের দাপাদাপি। কোথাও গুলি, কোথাও ইভিএম ভাঙচুর। গত রবিবার পুরভোটে এ সবই দেখেছে পূজালি। সেখানকার ৫ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ এবং ৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথে মঙ্গলবার হল পুনর্নির্বাচন। এ দিন পূজালিতে পুনর্নির্বাচন ঘিরে পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। এক স্থানীয় বলেন, আগের দিন তো পুলিশও ছিল না। আজ প্রচুর পুলিশ। এরকম আগের দিন থাকলে ভোট দিতে পারতাম। ঝামেলা হত না।
রবিবার ভোটে অশান্তি দেখেছে ডোমকলও। সেখানে উঠেছে ইভিএম লুঠের অভিযোগ। সেই ডোমকলের ২০ নম্বর ওয়ার্ডের ৯৫ ও ৯৬ নম্বর বুথেও এ দিন পুনর্নির্বাচন হয়। পুনর্নির্বাচনের ঠিক আগের দিন, ডোমকল পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান পদপ্রার্থী, সৌমিক হোসেনের সঙ্গে দেখা করেন ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী। ডোমকলের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদপ্রার্থী সৌমিক হোসেন দাবি করেন, বিরোধীদের অনেক প্রার্থীই যোগাযোগ করেছেন।
জল্পনা এ দিন আরও উস্কে দেন সিপিএম প্রার্থী। ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। লড়াই হচ্ছে বন্ধুত্বপূর্ণ। তৃণমূল প্রার্থীর গলায় কিন্তু ভিন্ন সুর। দলীয় প্রার্থী সিরাজুল শেখ বলেন, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। ভোটের আগের দিন, তৃণমূল নেতার বাড়িতে সিপিএম প্রার্থীর যাওয়াকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছে, তাকে গুরুত্ব দিচ্ছে না জোট নেতৃত্ব। ডোমকলের সিপিএম বিধায়ক আনিসুর রহমানের দাবি, রটাচ্ছে, ভুলভাল বলা হচ্ছে। আবার, কংগ্রেসের ডোমকল টাউন সভাপতি বলেন, অনেকে যেতে পারে, ভয় দেখানো হচ্ছে যেতে পারে। ব্যক্তিগত সিদ্ধান্ত। এ দিনই, পুরভোটে সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রদেশ কংগ্রেস। বুধবারের ফল ঘোষণার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানিয়েছে তারা। বুধবার শুনানির সম্ভাবনা।