এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
তাপস পাল ও সুদীপকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই
ভুবনেশ্বর: তাপস পালের পর রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের অন্য এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীর চাইছেন, তৃণমূলের দুই সাংসদকে মুখোমুখি বসিয়ে জেরা করতে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দুই সাংসদকে প্রশ্ন করা হতে পারে,আপনারা ২ জনেই তৃণমূলের সাংসদ। এমনি কি দরকার পড়ল যে দু’জনেই গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ হয়ে উঠলেন? আপনারা কি জানতেন না, রোজভ্যালি বেআইনি ভাবে ব্যবসা করে?
সূত্রের খবর, সুদীপ-তাপসকে মুখোমুখি বসিয়ে জেরার সময় সিবিআই এও জানতে চাইতে পারে,গৌতম কুণ্ডুর সঙ্গে আর কোনও নেতা-মন্ত্রীর কি পরিচয় করিয়ে দিয়েছিলেন?
সিবিআই সূত্রে দাবি, মুখোমুখি বসিয়ে জেরার আগে, একই প্রশ্ন সুদীপ-তাপস দুজনকেই আলাদা আলাদাভাবে করে নিতে চান গোয়েন্দারা। তারপর দু’জনের উত্তর হাতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা।
আলাদা জেরার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কী কী প্রশ্ন করতে পারে সিবিআই? সূত্রের খবর, সুদীপের থেকে তদন্তকারীরা জানতে চাইতে পারেন,তাপস পালের সঙ্গে রোজভ্যালির অফিসে আপনার কবার দেখা হয়েছে? যেখানে গৌতম কুণ্ডুও ছিল?
একই প্রশ্ন করা হতে পারে তাপস পালকেও। সেক্ষেত্রে, সিবিআই জানতে চাইবে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির অফিসে আপনার কবার দেখা হয়েছে? যেখানে গৌতম কুণ্ডুও ছিল?
সিবিআই সূত্রে দাবি, আলাদা জেরার সময়, তাপস পালকে তদন্তকারীরা প্রশ্ন করতে পারেন,আমরা জানতে পেরেছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় গাড়ি কেনার জন্য দশ লক্ষ টাকা রোজভ্যালির থেকে নিয়েছিলেন। বিদেশে যেতেও টাকা দিয়েছিল রোজভ্যালি। আপনি এ বিষয়ে কি জানেন?
সুদীপকে আবার সিবিআই প্রশ্ন করতে পারে, জানা গিয়েছে, তাপস পাল বিভিন্ন সময় রোজভ্যালির থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন। আপনি এ বিষয়ে কি জানেন?
অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পরের পরিকল্পনাও তৈরি সিবিআই-এর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement