Missionaries of Charity: মাদার টেরিজার সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ! 'স্তম্ভিত' মমতা, শশী, সূর্যকান্ত
Missionaries of Charity: কেন্দ্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করেনি। বিদেশি অনুদান আইনে অনুমোদনের পুনর্বীকরণ হয়নি। তা নিয়ে এসবিআই-এর সঙ্গে চিঠি আদানপ্রদান হয়েছে সংস্থার।
কলকাতা: মাদার টেরিজা (Saint Mother Teresa) প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ শশী তারুরের। বড়দিনের আবহে কেন্দ্রীয় এমন সরকারের সিদ্ধান্তে তিনি স্তম্ভিত বলে জানিয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ। তাঁর কথায়, এতে মাদার টেরিজাকে অসম্মান করা হল।
বড়দিনের আবহে মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে খবর সামনে আসে। জানা যায়, তদন্তে স্বার্থে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এ নিয়ে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তারা জানায়, বিষয়টি সম্পর্কে অবগত তারা। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চায় না।
যদিও সন্ধ্যা গড়াতে পিআইবি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মিশনারিজ অব চ্যারিটিজের কোনও অ্যাকাউন্ট বন্ধ করেনি। বিবৃতিতে বলা হয়, 'মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট বন্ধ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অ্যাকাউন্ট বন্ধের জন্য এসবিআই-কে চিঠি পাঠায় এমওসি-ই। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে অনুমোদন বাতিল হয়ে যায়। তার আবেদনে অসঙ্গতি ছিল। বাতিল হওয়ার পর নতুন করে আবেদন জানানো হয়নি'। তবে দিন ভর এই নিয়ে টানাপড়েনে তীব্র প্রতিক্রিয়া জানান রাজনীতিকরা।
Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity in India!
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021
Their 22,000 patients & employees have been left without food & medicines.
While the law is paramount, humanitarian efforts must not be compromised.
সোমবার বিষয়টি চাউর হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। টুইটারে লেখেন, ‘বড়দিনে কেন্দ্রীয় সরকার মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জেনে স্তম্ভিত আমি। ২২ হাজার রোগী এবং কর্মী খাদ্য এবং পথ্যহীন হলেন। আইন অবশ্যই সর্বোপরি, কিন্তু মানবিকতার সঙ্গে এমন আপস চলে না।”
আরও পড়ুন: Kolkata: মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অব চ্যারিটিজের সব অ্যাকাউন্ট ফ্রিজ, নির্দেশ কেন্দ্রের
This is indeed shocking. When Mother Teresa wins a Nobel Prize, India rejoices. When her organisation serves the poor & destitute, the govt cuts off their funding. Disgraceful. https://t.co/dpHInSubqo
— Shashi Tharoor (@ShashiTharoor) December 27, 2021
এ দিন বিকেলে মমতার সেই টুইটটিই রিপোস্ট করে কেন্দ্রের সমালোচনা করতে দেখা যায় তারুরকে। তিনি লেখেন, ‘মাদার টেরিজা নোবেল পুরস্কার জিতলে গোটা দেশ তা উদযাপন করে। কিন্তু দরিদ্র-দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত তাঁর সংস্থারই তহবিল বন্ধ করে দিল কেন্দ্র। অসম্মানজনক।’
#ShockingNews
— Surjya Kanta Mishra (@mishra_surjya) December 27, 2021
Yesterday,Christmas Day the Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity. The Govt has frozen all the accounts in India, including cash in hand. Their 22,000 patients, including employees, are left without food and medicines.
সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও এ দিন কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, ‘খবর দেখে স্তম্ভিত আমি। গতকাল, বড়দিনে কেন্দ্রীয় সরকার মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটিজের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ভারতে সংস্থার সমস্ত অ্যাকাউন্ট তো বন্ধ করেইছে, হাতে থাকা নগদও বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার রোগী এবং কর্মী মিলিয়ে সংস্থার ২২ হাজার মানুষ খাদ্য এবং পথ্যহীন হয়ে পড়েছেন।’
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আর্চডায়োসিজ অফ কলকাতা বলেন, "বড়দিনে গরিবদের জন্য সরকারি সংস্থার নিষ্ঠুর উপহার। খ্রিষ্টান সম্প্রদায়ের উপর সাম্প্রতিক এই আঘাত নিন্দনীয়। দেশে জুড়ে ২২ হাজারেরও বেশি মিশনারিজ অব চ্যারিটির উপর নির্ভরশীল।"