এক্সপ্লোর
নাগরাকাটা থেকে উদ্ধার প্রায় চার কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট, গ্রেফতার ৩ পাচারকারী
গাড়ির ডিকিতে প্লাস্টিকের প্যাকেট দেখে সন্দেহ হয় পুলিশের। পরে মোড়ক খুলে দেখা যায়, তার মধ্যে সাজানো রয়েছে সার সার সোনার বিস্কুট।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সোনা পাচারের ছক বানচাল। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে উদ্ধার প্রায় চার কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। গ্রেফতার তিন পাচারকারী। নেপথ্যে আন্তর্জাতিক পাচার চক্র, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
গাড়ির ডিকিতে প্লাস্টিকের প্যাকেট দেখে সন্দেহ হয় পুলিশের। পরে মোড়ক খুলে দেখা যায়, তার মধ্যে সাজানো রয়েছে সার সার সোনার বিস্কুট। এভাবেই বানচাল হল সোনা পাচারের ছক।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘাঁটি গাড়েন পুলিশকর্মীরা। অসম থেকে শিলিগুড়িগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট। মোট ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের ওই সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা। গাড়ি চালক সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা মহারাষ্ট্র, অসম ও কোচবিহারের বাসিন্দা। পুলিশের দাবি, সোনার বিস্কুট অসম থেকে শিলিগুড়িতে পাচার হচ্ছিল। এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। লকডাউন পর্বে নাগরাকাটার জঙ্গল লাগোয়া এই রুটে বেশ কয়েকবার মাদক উদ্ধার হয়েছে। এবার বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
