এক্সপ্লোর
Advertisement
Nurse road accident: ট্রাক-মোটরভ্যান মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে যাওযার পথে মৃত্যু নার্সের
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক নার্সের। আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বারুইপুর রোডের তালদি শিরিষতলা মোড়ে দুর্ঘটনা ঘটে। ডিউটিতে যাওয়ার জন্য মোটরভ্যানে চড়ে ট্রেন ধরতে যাচ্ছিলেন আজমিরা মোল্লা নামে বছর বাইশের তরুণী।
কলকাতা: হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক নার্সের। আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বারুইপুর রোডের তালদি শিরিষতলা মোড়ে দুর্ঘটনা ঘটে। ডিউটিতে যাওয়ার জন্য মোটরভ্যানে চড়ে ট্রেন ধরতে যাচ্ছিলেন আজমিরা মোল্লা নামে বছর বাইশের তরুণী। উল্টোদিক থেকে আসা স্টোনচিপস বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন মোটরভ্যানের যাত্রী আরও এক মহিলা। ট্রাক চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। কুয়াশার জেরে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পাশাপাশি, তালদির রাজাপুরের কাছে নয়ানজুলিতে পড়ে যায় সিমেন্ট বোঝাই লরি। এক্ষেত্রেও কুয়াশা থাকায় দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
সাতসকালে দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও। ২ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় তেলের খালি ট্যাঙ্কার। আহত চালক ও খালাসি। পুলিশ সূত্রে খবর, সামনে চলে আসা একটি বাইককে শেষমুহূর্তে পাশ কাটাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাঙ্কার। কুয়াশার জেরে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement