SSC Group D: বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা
SSC Group D Case Update:মামলাকারীদের দাবি, বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে এসএসসি-র (SSC) গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি-মামলায় ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: এসএসসি-র (SSC) গ্রুপ ডি (Group-D) নিয়োগ দুর্নীতি-মামলায় বেতন বন্ধে সিঙ্গল বেঞ্চের (Single Bench) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলা করলেন ৩ জন। মামলাকারীদের দাবি, তাঁদের বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি-মামলায় ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল আরও ৫৪২ জনকে যুক্ত করা হয়। ওই ৫৪২ জনও ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চান। আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ।
স্কুলে গ্রুপ ডি (Group D) নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় আদালতের (Highcourt) নজরে আরও ৫৪২ আসে। ৪ মে ২০১৯-র পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করলে পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে (WBSE) হাইকোর্ট (Calcutta Highcourt) নির্দেশ দেয় ৫৪২ জনের মধ্যে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের বেতন বন্ধ করতে হবে। ডিভিশন বেঞ্চে (Division ) শুনানির পরে ফের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ।
গ্রুপ D পদে কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় CBI অনুসন্ধানের ওপর ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে হাইকোর্ট মামলার শুনানিতে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কমপক্ষে ২৫ জনকে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সোমবার সেই মামলায় CBIকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে।
আরও পড়ুন: West Midnapore: দোরগোড়ায় শীত, খেজুর রস থেকে গুড় তৈরিতে মজেছেন মোহনপুরের গাছিরা