এক্সপ্লোর
ময়ূরাক্ষীতে বেআইনি বালিঘাটের শিকার ছাত্র, পুলিশকে ঘিরে বিক্ষোভ, হস্তক্ষেপ করতে এসে নিগৃহীত তৃণমূল নেতা

সিউড়ি: সিউড়িতে ময়ূরাক্ষী নদী থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ। বেআইনি বালিঘাটের কারণে যত্রতত্র গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা। ব্যবস্থা না নেওয়ার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ। হস্তক্ষেপ করতে এলে স্থানীয় তৃণমূল নেতাকে নিগ্রহ। গতকাল ময়ূরাক্ষীতে স্নান করতে নেমে তলিয়ে যান মনোজিত্ মণ্ডল নামে ওই ছাত্র। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে ওই এলাকায় বেআইনি বালিঘাট চলায় একাধিকবার দুর্ঘটনা ঘটছে। সকালে দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সিউড়ি থানার আইসি-র নেতৃত্বে দেহ উদ্ধার হয়। হস্তক্ষেপ করতে এলে তৃণমূলের অঞ্চল সভাপতি বেণু কররায়কেও নিগ্রহ করা হয়। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















