এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
টাকা আনতে যাচ্ছি, বলেই বাইক নিয়ে চম্পট, বিক্রি করতে গিয়ে প্রতারিত সুভাষগ্রামের যুবক
অনলাইন সাইটে বিজ্ঞাপন দিয়ে বাইক বিক্রি করতে চেয়েছিলেন। অভিযোগ, সেই বাইক নিয়ে চম্পট দিয়েছে ক্রেতা সেজে আসা দুই যুবক। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের ঘটনা।
![টাকা আনতে যাচ্ছি, বলেই বাইক নিয়ে চম্পট, বিক্রি করতে গিয়ে প্রতারিত সুভাষগ্রামের যুবক Subhashgram youth lost his bike as he went to sell it online, complaint lodged against 2 in police station টাকা আনতে যাচ্ছি, বলেই বাইক নিয়ে চম্পট, বিক্রি করতে গিয়ে প্রতারিত সুভাষগ্রামের যুবক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/06023248/web-subhash-gram-byke-theft-still-051220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অর্থের প্রয়োজনে বাইক বিক্রি করতে গিয়েছিলেন। কিন্তু মন্দ কপাল। সেই বাইক খুইয়েই বসলেন যুবক! প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আপাতত পুলিশের দ্বারস্থ।
অনলাইনে বাইক বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হলেন সুভাষগ্রামের যুবক। টাকা আনতে যাওয়ার নাম করে বাইক নিয়ে পালানোর অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে থানায়।
অনলাইন সাইটে বিজ্ঞাপন দিয়ে বাইক বিক্রি করতে চেয়েছিলেন। অভিযোগ, সেই বাইক নিয়ে চম্পট দিয়েছে ক্রেতা সেজে আসা দুই যুবক। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের ঘটনা। অভিযোগকারীর দাবি, একটি অনলাইন সাইটে বাইক বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর, শুক্রবার ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করে দুই যুবক। অভিযোগকারী কেশব গুপ্ত বলছেন, 'অনলাইনে আমার বাইক বিক্রির বিজ্ঞাপন দেখে ফোন করে গড়িয়ায় বাইক নিয়ে আসতে বলে ওরা। আমিও সেই মতো পৌঁছে যাই নির্দিষ্ট ঠিকানায়। সেখানে গেলে ৪৮ হাজার টাকায় রফা হয়। ওই যুবকরা বলে, বাড়ি থেকে টাকা আনতে হবে।'
কিন্তু অচেনা যুবকদের হাতে বাইক তুলে দিলেন কেন? কেশবের দাবি, তিনি বাইক অপরিচিতদের দেননি। তিনি বলছেন, 'বাড়ি থেকে টাকা আনতে যাওয়ার কথা বলে আমাকে নিয়েই বাইকে চড়ে দুই যুবক। কিন্তু মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চম্পট দেয়।' কেন তিনি নেমে গেলেন? অভিযোগকারী কেশব গুপ্ত বলছেন, 'মাঝ রাস্তায় গিয়ে ওরা বলে, বাইকে সমস্যা আছে। আমাকে নামতে বলে। এরপর আচমকাই বাইক নিয়ে পালায়।' সোনারপুর থানায় অজ্ঞাতপরিচয় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক।
রাজ্যে সম্প্রতি মাথাচাড়া দিয়েছে বাইক প্রতারণা চক্র। অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের থেকে বিভিন্নভাবে টাকা আদায় করা হচ্ছে। এমনকী, ক্রেতাদের আস্থা অর্জন করতে বাইকের সমস্ত নথির সফট কপিও হোয়াটসঅ্যাপে পাঠানো চলছে। তারপরই টাকা হাতিয়ে সমস্ত ফোন বন্ধ করে ফেলা হচ্ছে। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতারণার কিনারা হয়নি। তারই মধ্যে নতুন এই প্রতারণা উদ্বেগ বাড়াচ্ছে সকলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)