এক্সপ্লোর
ভুয়ো ফেসবুক প্রোফাইলে সিঁদূর পরা সুপার ইম্পোজড ছবি, বিয়ে ভাঙল তরুণীর

দক্ষিণ ২৪ পরগনা: বিয়ে ভাঙল ফেসবুক! হ্যাঁ! সাইবার অপরাধের এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। এক যুবতীর নামে তৈরি ভুয়ো প্রোফাইলে তাঁর সুপার ইম্পোজড ছবি পোস্ট করায় তাঁর বিয়ে ভেঙে গিয়েছে বলে অভিযোগ। সোনারপুরের ঘাসিয়াপাড়ার বছর বাইশের এক তরুণীর দাবি, মথুরাপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে ১৭ই এপ্রিল তাঁর বিয়ে ঠিক হয়। কিন্তু, আচমকাই পাত্রপক্ষ বিয়েতে বেঁকে বসে। তাঁরা বলে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই তরুণীর শাখা-সিঁদুর পরা অবস্থায় ছবি রয়েছে। তরুণীর দাবি, ফেসবুকে তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে একটি শাঁখা-সিঁদুর পরা সুপার ইম্পোজড ছবি পোস্ট করা হয়। কিন্তু, এই কাণ্ড কে ঘটিয়ে থাকতে পারে? এই ঘটনায় গতকাল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তরুণী। তদন্তে নেমে লালবাজারের সাইবার ক্রাইম শাখার সঙ্গেও যোগাযোগ করছে সোনারপুর থানা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















